লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি

Last Updated:

দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷

#মুম্বই: দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে শারীরিক অত্যাচার ও মারধরের অভিযোগে আটক করা হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আরমান কোহলিকে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৬,৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আরমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সান্তাক্রুজ থানার পুলিশ ৷
২০১৫ সালে কিছু বন্ধুর মাধ্যমে ফ্যাশন স্টাইলিশ নেরু রানধাওয়ার সঙ্গে পরিচয় হয়েছিল আরমানের ৷ এর কিছুদিনের মধ্যেই ডেটিং শুরু করেন তাঁরা ৷ এরপর সেই সম্পর্কের জল গড়ায় আরও ৷ লিভ-ইন শুরু করেন আরমান আর নেরু ৷
advertisement
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নাকি অর্থনৈতিক বিষয় নিয়ে অশান্তি চরমে উঠেছিল ওই যুগলের মধ্যে ৷ এমনকি তাঁদের মতেরও মিল হচ্ছিল না ৷ এই নিয়ে নাকি প্রায় রোজই ঝামেলা হত ৷ গত রবিবার, চরমে ওঠে অশান্তি ৷ নেরু পুলিশের কাছে জানান, রেগে গিয়ে তাঁকে চুলির মুঠি ধরে মারতে শুরু করেন আরমান ৷ এলোপাথারি কিল, ঘুষিও চালাতে থাকেন ৷ দেওয়ালে মাথা ঠুকে দেন কোহলি ৷ আহত অবস্থায় পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করেন নেরু ৷ এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি তিনি ৷ চলছে চিকিৎসা ৷
advertisement
তখন সুখের সময় ৷ ছবিছ ইনস্টাগ্রাম ৷ তখন সুখের সময় ৷ ছবি : ইনস্টাগ্রাম ৷
১৯৯২ সালে বিখ্যাত পরিচালক রাজকুমার কোহলির ছবি ‘বিরোধী’ দিয়েই বলিউডে পা রেখেছিলেন ছেলে আরমান ৷ এরপর ‘জানি দুশমন’, ‘এলওসি কার্গিল’-এও মুখ দেখিয়েছেন তিনি ৷ তবে কেরিয়ারে কোনওদিনই তেমন সাফল্য পাননি ৷ এক সময় কাজলের বোন তানিশার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ৷ কিন্তু টেঁকেনি সেই সম্পর্কও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement