সামনেই বিয়ে, তার আগে বিরাট ধাক্কা পেলেন রণবীর সিং

Last Updated:

কাজে ভীষণ ব্যস্ত রণবীর সিং৷ দীপিকার সঙ্গে বিয়ের গুঞ্জনও চরমে৷ এরই মধ্যে এল খারাপ খবর, যা পেয়ে ভেঙে পড়লেন তিনি৷ মারা গেছেন রণবীরের ঠাকুমা, যাকে ভীষণ ভালবাসতেন রণবীর৷

#মুম্বই: কাজে ভীষণ ব্যস্ত রণবীর সিং৷ দীপিকার সঙ্গে বিয়ের গুঞ্জনও চরমে৷ এরই মধ্যে এল খারাপ খবর, যা পেয়ে ভেঙে পড়লেন তিনি৷ মারা গেছেন রণবীরের ঠাকুমা, যাকে ভীষণ ভালবাসতেন রণবীর৷ ঠাকুমা ছিলেন তাঁর সবথেকে কাছের৷ নিজেও অভিনেত্রী হওয়ায় অভিনয়ের টিপসও ঠাকুমার থেকে পেতেন রণবীর৷ সঙ্গে তো চলত আরও প্রয়োজনীয় শিক্ষা৷
ঠাকুমার মৃত্যুতে শোকাহত পদ্মাবতের নায়ক৷ আজ সকালেই হয় শেষকৃত্য৷ তাই নিজের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকও বাতিল করেন বলিউডের মোস্ট এনার্জেটিক হিরো৷ সূত্রের খবর, ঠাকুমার শেষকৃত্যের সময় রণবীরের পাশে ছিলেন দীপিকাও৷
advertisement
advertisement
কিছুদিনের মধ্যেই রণবীর-দীপিকার বিয়ে, এমনই খবর বলিটাউনে৷ তবে এই মৃত্যুতে বিয়ের ওপর কোন প্রভাব পড়বে কিনা, অর্থাৎ বিয়ে পিছিয়ে যাবে কিনা, সেটা এখনও জানা যায়নি৷ আপাতত নিজের ছবি গাল্লি বয় ও সিম্বা ছবির শ্যুটিং-এ ব্যস্ত রণবীর সিং৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সামনেই বিয়ে, তার আগে বিরাট ধাক্কা পেলেন রণবীর সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement