Bigg Boss OTT: 'আমাকে দেখে অন্যদের ভয় পাওয়া উচিত' বললেন বিগ বসের প্রতিযোগী প্রতীক সহজপাল
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আমার নিজের উপর বিশ্বাস রয়েছে এবং আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছেঃ প্রতীক সহজপাল
Bigg Boss OTT: ভারতীয় মডেল প্রতীক সহজপাল (Pratik Sehajpal), টেলিভিশনে রিয়েলিটি শো লাভ স্কুল সিজন ৩ (Love School season 3) দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। পরে রোডিজ (Roadies) ও এস অফ স্পেসেও (Ace of space) অংশগ্রহণ করেন। এবার তিনি Bigg Boss OTT-তে প্রতিযোগী হিসেবে এসেছেন। টেলিভিশন প্রিমিয়ারের ছয় সপ্তাহ আগে থেকে Voot-এ দেখা যাবে বিগ বসের এই ওয়েব সংস্করণ। বিগ বসের ঘরে ঢোকার আগে প্রতীক বলেছেন, “আমি বিগ বস নিয়ে সবসময় উৎসাহী ছিলাম, সব সময় এই শোয়ের অংশ হতে চাইতাম। আমি এই ঘরে প্রবেশের আগে কোনও পরিকল্পনা করিনি। কারণ, আমি জানি এগুলি ঘরের ভেতরে কাজ করে না। আশা করছি এখানে ভালো বন্ধু ও প্রকৃত শত্রু কাউকে বানাতে পারব। কারণ, দর্শকের কাছে কিছু লুকিয়ে রাখা যায় না। আমি ছোট থেকেই ক্যামেরার সামনে থাকতে পছন্দ করতাম, এবার ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে পারব, আমার স্বপ্ন এবার সত্যি হল, আমি কাউকে ভয় পাই না, সোজাসাপটা কথা বলতে ভালোবাসি। আমার ভেতরে যেটা চলে সেটাই মুখফুটে বলে ফেলি। বিগ বসের বিতর্ক নিয়ে আমি ভয় পাই না, দুনিয়াতে কত মানুষ খারাপ কাজ করে মথা তুলে ঘুরে বেড়াচ্ছে, ভয় পাচ্ছি না, আসলে তাঁদের আমাকে দেখে ভয় পাওয়া উচিত”
Bigg Boss OTT-র সেরা পারফর্মারদের সলমন খান (Salman Khan) সঞ্চালিত বিগ বস ১৫-তে অংশগ্রহন করা সুযোগ মিলবে। এই সূত্র ধরেই প্রতীক বলেন, “আমার নিজের উপর বিশ্বাস রয়েছে এবং আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। আমিই এবার বিগ বসের বিজয়ী হব, খুব ভালো ভাবে মানুষের জন্য বিনোদন তৈরি করব”। এই রিয়েলিটি শোয়ের ওয়েব ভার্সনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউড ছবির জনপ্রিয় পরিচালক করণ জোহর (Karan Johar)। এরপর আসবে টেলিভিশনে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2021 3:34 AM IST