আজ সুশান্তের ‘দিল বেচারা’-এর ট্রেলার লঞ্চ, নিজের মিউজিক ভিডিও রিলিজের দিন পিছোলেন আরমান মালিক

Last Updated:

আজ, সোমবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার লঞ্চের দিনেই ইউটিউবে সঙ্গীত শিল্পী আরমান মালিকের মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র মুক্তি পাওয়ার কথা ছিল ৷

#মুম্বই: তিনি নেই। চিরতরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কিন্তু তাঁর শেষ কাজ রয়ে গিয়েছে। শেষবারের মতো সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ, সোমবার ৬ জুলাই ৷ ট্রেলার দেখার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ছবির নায়িকা সঞ্জনা সাংঘি লেখেন, 'ম্যানিকে ছাড়া কিজি একেবারেই অসম্পূর্ণ। এটা আমার সবচেয়ে প্রিয় একটা দৃশ্য। '
advertisement
advertisement
আজ, সোমবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার লঞ্চের দিনেই ইউটিউবে সঙ্গীত শিল্পী আরমান মালিকের মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু দিল বেচারা ছবির ট্রেলার লঞ্চ ৬ জুলাই হচ্ছে জানতে পেরেই নিজেরে গানের রিলিজের দিন পিছিয়ে ৮ জুলাই করলেন আরমান মালিক ৷ সুশান্তকে শ্রদ্ধা জানানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে ট্যুইটারে একটি বিবৃতিতে জানিয়েছেন গায়ক আরমান মালিক ৷ তিনি লেখেন, ‘‘ আমি যেই জানতে পেরেছি ‘দিল বেচারা’- ট্রেলার লঞ্চ হচ্ছে সোমবার ৬ জুলাই ৷ তখনই আমার মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র রিলিজ ডেট পিছিয়ে ৮ জুলাই করার সিদ্ধান্ত নিই আমি এবং আমার টিম ৷ ধৈর্য্য ধরার জন্য এবং এত ভালবাসা দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ ৷ ’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
আজ সুশান্তের ‘দিল বেচারা’-এর ট্রেলার লঞ্চ, নিজের মিউজিক ভিডিও রিলিজের দিন পিছোলেন আরমান মালিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement