#মুম্বই: একেই বলে বাপ কা বেটা ৷ মনে হচ্ছে যেন দ্বিতীয় শাহরুখ খানই চলে এসেছেন ৷ শাহরুখ পুত্র আরিয়ান এখন এক্কেবারে বাবার মতই তৈরি হয়েছেন ৷ এখনও কোন ছবিতে কাজ করা শুরু করেননি ঠিকই , তবে ফিল্মই যে তার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন আরিয়ান ৷
ফিল্ম নিয়ে পড়াশোনা শুরু করেছেন বেশ কিছু বছর আগেই ৷ প্রথমে কোন পরিচালকের সহকারী তারপর হিরো, এমনই হতে চলেছে আইরানের আগামীদিন ৷ শাহরুখ এবং গৌরি দুজনেই খুব সতর্ক নিজেদের সন্তানদের নিয়ে ৷ ছেলেমেয়েরা যাতে উপযুক্ত শিক্ষা পায় তার দিকে সর্বদা নজর বাবা মায়ের ৷ সেলেব কিড হিসেবে নয় নিজেদের যোগ্যতায় জীবনে এগিয়ে যাক আরিয়ান,সুহানা ও আব্রাম, তার ওপরই জোর দেন শাহরুখ-গৌরি ৷
আরও পড়ুন বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয়
তাই বড় ছেলেও তৈরি করছেন নিজেকে ৷ ইন্ডাস্ট্রিতে বাবার সম্মান ধরে রাখতে সেও বদ্ধপরিকর ৷ বাবার পাশে দাঁড়িয়ে সেই চ্যালেঞ্জই যেন পকেটে পুড়লেন আরিয়ান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ariyan Khan, Gauri Khan, Shahrukh Khan, Shahrukh khan son