বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয় !

Last Updated:

কাপুর ও আহুজা পরিবারে তুমুল ব্যস্ততা ৷ আর তা তো হতেই হবে ৷ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা ৷

#মুম্বই: কাপুর ও আহুজা পরিবারে তুমুল ব্যস্ততা ৷ আর তা তো হতেই হবে ৷ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা ৷ অনিল কাপুর থেকে সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর, অর্জুন কাপুর, সবাই ব্যস্ত সোনমের বিয়েতে৷ ব্যস্ত রয়েছেন সোনম কাপুর ৷ পোশাক থেকে সাজগোজ, সবই নিখুঁত যাতে হয় সেদিকেই নজর সোনমের, তবে এরই মাঝে সোনম সোশ্যাল নেটওর্য়াকে জানিয়ে দিলেন, বিয়ে নিয়ে তাঁর ভয়ের কথা ৷
advertisement
গপ্পোটা হল, অনেক মেয়েই ভেবে থাকেন, তার স্বামী যেন হন একেবারে বাবার অবিকল ৷ কিন্তু সোনম একেবারেই এ ব্যাপারটা চান না ৷ বরং সোনম জানিয়েছেন, তিনি ভয় পান তাঁর স্বামী যেন অনিলের মতো না হয় !
Anil kkk
advertisement
আসলে, সোনমের জন্মদিনে অনিল কাপুর ইনস্টাগ্রামে এক ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এখন আর মনে নেই, কোন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম ৷ তবে সেদিন সোনমের জন্মদিন ছিল ৷ আমি বেশ দেরি করে বাড়ি ফিরেছিলাম ৷ ততক্ষণে সোনমের কেক কাটা শেষ ৷ আমার কোলে এসে খুব কেঁদে ছিল সোনম ৷ তখন আমার বউ আমাকে উপলদ্ধি দিয়েছিল, আমি এই পৃথিবীর সবচেয়ে বাজে বাবা ! আমি সত্যিই সোনমের সঙ্গে প্রচুর ভালো মুহূর্ত কাটাতে পারিনি ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয় !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement