বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয় !

Last Updated:

কাপুর ও আহুজা পরিবারে তুমুল ব্যস্ততা ৷ আর তা তো হতেই হবে ৷ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা ৷

#মুম্বই: কাপুর ও আহুজা পরিবারে তুমুল ব্যস্ততা ৷ আর তা তো হতেই হবে ৷ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা ৷ অনিল কাপুর থেকে সোনমের ভাই হর্ষবর্ধন কাপুর, অর্জুন কাপুর, সবাই ব্যস্ত সোনমের বিয়েতে৷ ব্যস্ত রয়েছেন সোনম কাপুর ৷ পোশাক থেকে সাজগোজ, সবই নিখুঁত যাতে হয় সেদিকেই নজর সোনমের, তবে এরই মাঝে সোনম সোশ্যাল নেটওর্য়াকে জানিয়ে দিলেন, বিয়ে নিয়ে তাঁর ভয়ের কথা ৷
advertisement
গপ্পোটা হল, অনেক মেয়েই ভেবে থাকেন, তার স্বামী যেন হন একেবারে বাবার অবিকল ৷ কিন্তু সোনম একেবারেই এ ব্যাপারটা চান না ৷ বরং সোনম জানিয়েছেন, তিনি ভয় পান তাঁর স্বামী যেন অনিলের মতো না হয় !
Anil kkk
advertisement
আসলে, সোনমের জন্মদিনে অনিল কাপুর ইনস্টাগ্রামে এক ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এখন আর মনে নেই, কোন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম ৷ তবে সেদিন সোনমের জন্মদিন ছিল ৷ আমি বেশ দেরি করে বাড়ি ফিরেছিলাম ৷ ততক্ষণে সোনমের কেক কাটা শেষ ৷ আমার কোলে এসে খুব কেঁদে ছিল সোনম ৷ তখন আমার বউ আমাকে উপলদ্ধি দিয়েছিল, আমি এই পৃথিবীর সবচেয়ে বাজে বাবা ! আমি সত্যিই সোনমের সঙ্গে প্রচুর ভালো মুহূর্ত কাটাতে পারিনি ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগে ভয় পাচ্ছেন সোনম, বর যেন অনিল কাপুরের মতো না হয় !
Next Article
advertisement
TMC Leader Arrested: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement