Home /News /entertainment /
ফের পর্দায় আসছে সঞ্জয় দত্তর বায়োপিক ! থাকছে 'সঞ্জু'তে 'সুকৌশলে' এড়িয়ে যাওয়া অংশগুলি

ফের পর্দায় আসছে সঞ্জয় দত্তর বায়োপিক ! থাকছে 'সঞ্জু'তে 'সুকৌশলে' এড়িয়ে যাওয়া অংশগুলি

Sanjay Dutt

Sanjay Dutt

ফের পর্দায় আসছে সঞ্জয়-র বায়োপিক ! থাকছে 'সঞ্জু'তে 'সুকৌশলে' এড়িয়ে যাওয়া বিতর্কিত অংশগুলি

 • Share this:

  #মুম্বই: বলিটাউনে 'সঞ্জু' ঝড় এখনও বহাল! প্রায় কালবৈশাখি বইছে! নিনদউকেদের মুখ কালি লেপে, বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জ্য দত্তর বায়োপিক! এবার কালবৈশাখির মধ্যেই উঠল আয়লা! সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘মুম্বই মিরর’কে পরিচালক রামগোপাল ভার্মা জানালেরন, তিনি ফের সঞ্জয় দত্তর বায়োপিক বানাবেন। পরিচালকের ভাষায়, ‘‘হ্যাঁ, আমি ছবিটা করছি।’’ তবে তাঁর ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় কে থাকছেন, সে ব্যাপারে এখনও মুখ খোলেননি।

  'সঞ্জু' নিয়ে প্রশংসা যেমন হয়েছে, সমালোচনাও কম হয়নি। সমালোচনার মূল বিষয়, 'সঞ্জু'তে রাজকুমার হিরানি সঞ্জয় দত্তর জীবনের বেশকিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। আসেনি তাঁর প্রাক্তন স্ত্রী, মেয়ের প্রসঙ্গ। মুছে দেওবা হয়েছে মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর প্রেমকাহিনী। আর এবার বোধহয় সেই ঘাটতিই মিটতে চলেছে। কারণ, ‘মুম্বই মিরর’ সূত্রের খবর, 'সঞ্জু'তে সঞ্জয় দত্তর জীবনের যে-যে অংশগুলো না ছোঁয়া রয়ে গিয়েছে, সেগুলোই পর্দায় ফুটিয়ে তুলবেন রামগোপাল ভার্মা। তবে এই বিষয়ে সঞ্জয় দত্ত আদৌ অনুমতি দিয়েছে কীনা, তা এখনও অস্পষ্ট!

  আরও পড়ুন-সোনালীর উদ্দেশ্যে হৃতিকের বার্তা চোখে জল এনে দেবে

  First published:

  Tags: Biopic, Bollywood, Rajkumar hirani, Ramgopal-varma, Sanjay Dutt, Sanju

  পরবর্তী খবর