Amitabh Bachchan: ৪৮ বছরের বিবাহবার্ষিকীতে নস্ট্যালজিক অমিতাভ, শেয়ার করলেন জয়াকে সিঁদুর পরানোর ছবি!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৩ জুন, বৃহস্পতিবার বিয়ের ৪৮ বছর পূরণ করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)।
#মুম্বই: ৩ জুন, বৃহস্পতিবার বিয়ের ৪৮ বছর পূরণ করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। সোশ্যাল মিডিয়ায় নস্ট্যালজিক বিগ বি শেয়ার করেছেন তাঁদের বিয়ের অদেখা ছবি। ১৯৭৩ সালের স্মৃতি রোমন্থনে বসে অমিতাভ ছবি শেয়ার করতে গিয়ে নিজের মাথাই কেটে বাদ দিয়ে ফেলেছেন প্রথম ছবিতে। দ্বিতীয় ছবিতে জয়াকে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে অমিতাভ লিখেছেন, 'জুন ৩, ১৯৭৩... ধন্যবাদ সবাইকে আমাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য।'
নিজের ব্লগেও হামেশাই মনের কথা শেয়ার করেন অমিতাভ বচ্চন। এদিনও তার অন্যথা হয়নি। ব্লগে অমিতাভ লিখেছেন, 'ধন্যবাদ সকলকে যাঁরা আমাকে ও জয়াকে বিবাহবার্ষিকীর অভিনন্দন জানিয়েছেন।' তিনি আরও লিখেছেন, 'আপনাদের শুভেচ্ছা ও কল্যাণময় বার্তায় আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমরা একে সাধুবাদ জানাই এখন ও চিরকাল।'
advertisement
advertisement
বলিউডের একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ ও জয়া। জঞ্জির, শোলে, অভিমান, চুপকে চুপকে, সিলসিলার মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে দুই অভিনেতাকে। পরে মেয়ে শ্বেতা ও অভিষেকের জন্মের পর ফের ইন্ডাস্ট্রিতে অভিনয়ে ফিরেছেন জয়া। কিছু বছর আগে তাঁদের ফের একসঙ্গে দেখা গিয়েছে কভি খুশি কভি গম ও কি অ্যান্ড কা ছবিতে।
advertisement
অন্যদিকে, দীর্ঘ কেরিয়ারে দুই শতাধিক ছবিতে দেখা গিয়েছে অমিতাভকে। গত ৩১ মে বলিউডে কাজ করার ৫২ বছর পূর্ণ (52 Years in Bollywood) করেছেন অমিতাভ বচ্চন। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বলিউডের মেগাস্টার 'শাহেনশা'। ইনস্টাগ্রামের পোস্টে তাঁর নানা ফিল্মের চরিত্রের ছবির কোলাজ তৈরি করে শেয়ার করেছেন বিগ বি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2021 8:26 PM IST







