জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'সড়ক ২'-এ প্লেব্যাক আলিয়ার

Last Updated:
#মুম্বই: 'হাইওয়ে', 'বদ্রীনাথ কী দুলহনিয়া', 'উড়তা পাঞ্জাব'-এর পর ফের আরেকবার প্লেব্যাক করছেন আলিয়া ভাট। এবার বাবা মহেশ ভাটের ছবি 'সড়ক-২'-এর জন্য।
প্রায় দু'দশক পর 'সড়ক-২'-এর মাধ্যমে ফের পরিচালনায় ফিরছেন মহেশ ভাট। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক! প্রথমবারের জন্য একসঙ্গে অভিনয় করছেন দিদি ও বোন পূজা ও আলিয়া ভাট। থাকছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তও। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও সমিধ মুখোপাধ্যায়। জিতের কম্পোজিশনেই গান গাইবেন আলিয়া। ইউনিটের এক সদস্যের থেকে জানা যায়, অগাস্ট মাসে 'উটি'-তে শ্যুটিং শেষে করে মুম্বই ফিরবে টিম সড়ক। তারপরই গানের ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে।
advertisement
১৯৯১ সালে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল পূজা ভাট ও সঞ্জয় দত্তের 'সড়ক'। এই ছবিরই রিমেক 'সড়ক ২'। ২০ সেপ্টেম্বর বাবা মহেশ ভাটের জন্মদিনেই এই ছবির কথা প্রকাশ্যে আনেন পূজা। জানান রিমেকেও দেখা যাবে পূজা ভাট ও সঞ্জয় দত্তকে। পাশাপাশি থাকবেন আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরও।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'সড়ক ২'-এ প্লেব্যাক আলিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement