জামিয়ার অশান্তির ভিডিওতে ভুল করে লাইক অক্ষয়ের! পরে বুঝতে পেরে চাইলেন ক্ষমা

Last Updated:

অভিনেতা হিসেবে সমাজের প্রতি এক বাড়তি দায়িত্ব থারে এদের৷ কারণ অভিনেতাদের যে কোনও পদক্ষেপ প্রভাব ফেলে সাধারণের মনে৷

#মুম্বই: নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে মুখর দেশের বিভিন্ন প্রান্ত৷ বিশেষ করে যুব সমাজ বিক্ষোভে সামিল হয়েছে৷ দেশের অন্যতম ১৯ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রবল বিক্ষোভ কর্মসূচী৷ রবিবার রাজধানী দিল্লির পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে যখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ ও লাঠিচার্জ করে ছাত্রদের ওপর৷ সেই ছবি ও ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে৷ এমনই এক ভিডিওতে লাইক দিয়ে বসলেন অক্ষয় কুমার৷ সেই নিয়ে রীতিমত ট্রোলডও হলেন তিনি৷ কী ভেবে এমন সংবেদনশীল ভিডিওয়ে লাইক দিলেন অক্ষয়? উঠল প্রশ্ন৷
Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter
advertisement
advertisement
অভিনেতা হিসেবে সমাজের প্রতি এক বাড়তি দায়িত্ব থারে এদের৷ কারণ অভিনেতাদের যে কোনও পদক্ষেপ প্রভাব ফেলে সাধারণের মনে৷ সেখানে দাঁড়িয়ে এমন একটি ছাত্র পেটানোর ভিডিও কীভাবে পছন্দ করলেন তিনি? এমনিতে নানা সমাজিক সমস্যা নিয়ে ছবি তৈরি করে নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করেছেন অক্ষয়৷ সেই অভিনেতা কিনা এমন ছবি পছন্দ করলেন? তবে অক্ষয় পরে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেছেন যে ভুল করে এই ভিডিওতে তিনি লাইক করেছিলেন৷ ঘটনার গুরুত্ব বুঝে পরে যদিও তিনি পোস্টটি আনলাইক করেন৷
advertisement
advertisement
এর জন্য পরে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন৷ অক্ষয় আরও জানিয়েছেন যে পুলিশের এমন ব্যবহার তিনি কোনওভাবে সমর্থন করেন না৷ তবে অক্ষয়ের এই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর চর্চা হয়েছে৷ অনেকেই অক্ষয়ের এই ভুল-এর কটাক্ষও করেছে৷
জামিয়ার আঁচ পড়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷ জামিয়ার পড়ুয়াদের সমর্থনে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করেন জেএনইউ-র পড়ুয়ারা৷ এই সব ঘটনার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জামিয়ার অশান্তির ভিডিওতে ভুল করে লাইক অক্ষয়ের! পরে বুঝতে পেরে চাইলেন ক্ষমা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement