জামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে JNU,দিল্লি পুলিশের সদরদফতর ঘেরাও পড়ুয়াদের

Last Updated:

শুধুমাত্র পুলিশের লাঠিচার্জ নয়, বেশ কিছু পড়ুয়াকে হস্টেল থেকে বের করে আনার সময় হাত তুলে আসতে হয় তাদের

#নয়াদিল্লি: জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন JNU-র ছাত্রছাত্রীরা৷ জামিয়ায় পুলিশি আচরণের বিরুদ্ধে এবার দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করলেন JNU-র পড়ুয়ারা৷ শীতের দিল্লিতে রাতেই চলল ঘেরাও কর্মসূচী৷ নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে মুখর দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান৷ রবিবার সকাল থেকেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ৷ সেই বিক্ষোভে পুলিশে লাঠি চার্জ ও পরে টিয়ারগ্যাস ফাটানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ তারই প্রতিবাদে এবার সামিল হলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ প্রতিবাদে দিল্লি পুলিশের সদরদফর ঘেরাও কর্মসূচী চলল৷
advertisement
শুধুমাত্র পুলিশের লাঠিচার্জ নয়, বেশ কিছু পড়ুয়াকে হস্টেল থেকে বের করে আনার সময় হাত তুলে আসতে হয়৷ এটা তাদের জন্য খুবই অসম্মানের, বলছেন তারা৷ এভাবে ক্যাম্পাসে তাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ এছাড়া জামিয়া মিলিয়ার ঘটনায় প্রায় ৪০ পড়ুয়া আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন৷ এসবের প্রতিবাদ করেই দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে JNU ছাত্র সংসদ৷
advertisement
এই প্রতিবাদ ঘিরে দিনভর উত্তাল ছিল রাজধানী দিল্লি৷ বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৪ বাস, ২ পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়৷ জামিয়ার ক্যাম্পাসে তাদের লক্ষ্য করে ইটও ছোড়ার কথা জানিয়েছে পুলিশ৷ ক্যাম্পাসের ভিতর পরিস্থিতি স্বাভাবিক করতেই টিয়ার গ্যাস ফাটাতে বাধ্য হয় বলে পুলিশের যুক্তি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে JNU,দিল্লি পুলিশের সদরদফতর ঘেরাও পড়ুয়াদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement