আহত অবস্থাতেই 'কেশরি'র শুটিং চালিয়ে গেলেন অক্ষয়
Last Updated:
আহত অবস্থাতেই 'কেশরি'র শুটিং চালিয়ে গেলেন অক্ষয়
#মুম্বই: পরিচালক অনুরাগ সিং-এর পিরিয়ড ড্রামা 'কেশরি'র শুটিং চলাকালীন আহত হন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। মারাত্মক আঘাত লাগে পাঁজরের হাড়ে। মহারাষ্ট্রের সাতাড়া জেলার ওয়াই অঞ্চলে চলছিল ছবির ক্লাইম্যাক্স-এর শুটিং।
ডাক্তার তাঁকে পুরোপুরো বেডরেস্ট-এ থাকতে বলেন। প্রোডাকশন টিম মুহূর্তের মধ্যে চপার-এর ব্যবস্থাও করে ফেলে, পরিচালক চান তাঁকে মুম্বই ফিরিয়ে নিয়ে যেতে! কিন্তু 'খতরোঁ কা খিলাড়ি' বলে কথা? শুটিং অসম্পূর্ণ রেখে তিনি চলে যাবেন? এও কখনও সম্ভব? চোট নিয়েই শুটিং করলেন অক্কি। এমনকী, চড়া রোদের মধ্যে চালিয়ে গেলেন অ্যাকশন সিকোয়েন্স-এর প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিলেন ২০১৫'র অস্কার জয়ী ছবি 'ম্যাড ম্যাক্স: দ্য ফারি রোড'-এর স্টান্ট কোরিওগ্রাফার লরেন্স উডওয়র্ড।
advertisement
advertisement
'কেশরি'র প্রেক্ষাপট ১৮৯৭-এর 'সারাগারহি'র যুদ্ধ। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ও আফগান ওরাকজাই উপজাতির মধ্যে এই যুদ্ধ চলেছিল। ছবিতে অক্ষয়কে দেখা যাবে হাবিলদার ঈশ্বর সিং-র চরিত্রে। তিনি শিখ সৈন্যদের নেতৃত্বে ছিলেন। খোদ খিলাড়ির ভাষায়, '' গত দেড় মাস ধরে এই ছবিটার শুটিং করছি। যখনই মাথায় পুলিশের তাজ-টা পরি, মনটা গর্বে ভরে যায়।''
advertisement
'কেশরি'তে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন পরিণীতি চোপড়া।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2018 5:12 PM IST