ভুড়ি কমানোর ট্রিক ফাঁস করলেন অক্ষয় কুমার

Last Updated:

সেভেন হোক বা এইট প্যাকস ব্যাপারটিকে একদমই পাত্তা দেন না অক্ষয় কুমার ৷

#মুম্বই: সেভেন হোক বা এইট প্যাকস ব্যাপারটিকে একদমই পাত্তা দেন না অক্ষয় কুমার ৷ বরং অক্ষয়ের কাছে ফিটনেসটাই আসল ৷ তাই তো জিমে ওজন তোলার পরিবর্তে, সঠিক ডায়েট, হালকা এক্সারসাইজ কিংবা মার্সাল আর্টকেই এগিয়ে রাখেন অক্ষয় ৷ আর সেই কারণেই নিজেকে ফিট রাখার, বিশেষ করে ভুড়ি কমানোর একেবারে নতুন ট্রিক ফাঁস করলেন অক্ষয় কুমার ৷
কোমরে উডেন বিডস বেল্ট নিয়ে এক্সারসাইজ করলেন বলিউডের আক্কি কুমার ৷ আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেন অক্ষয় কুমার ৷
advertisement
advertisement
৫০ বছর বয়সে, অক্ষয় কুমার যা এনার্জি এবং স্টেমিনার সাথে কাজ করেন, সেটা নিজেই একটি উদাহরণ। অনেকেই মনে করেন যে জিমে গিয়ে তাঁর মতন চেহারা পেতে পারেন ৷
জাঙ্ক খাবার ছেড়ে তাঁর মতন এনার্জি নিয়ে আসতে পারেবে, কিন্তু আপনারে হয়তো অবাক হয়ে যাবেন এটা জানলে জে অক্ষয়ের মতন হতে গেলে আপনাকে এ সব কিছু করতে হবে না ৷
advertisement
অক্ষয়ের ফিটনেসর গোপনীয়তা জানার পর আপনার মনে হতে পারে যে এ করা কঠিন, কিন্তু অসম্ভব নয় ৷
ভোর ৪:৩০টে তে উঠে পরেন অক্ষয় । এক ঘন্টা মার্শাল আর্ট অনুশীলন ৷ যোগ এবং ব্যায়ামের কাজ করা হয়ে যায়। তারপর এক ঘন্টা মেডিটেশন ৷
ফিটনেস বৃদ্ধি করার জন্য তিনি রোজকার রুটিনে বাস্কেটবল এবং কিকবক্সিং করে থাকেন ৷ রাত ৯ টায় ঘুমতে জান অক্ষয় কুমার ৷
advertisement
সূর্যাস্তের পরে কিছু খায় না অক্ষয় ৷ ব্রেকফাস্টে থাকে একটা পরটা আর এক গ্লাস দুধ ৷ দুপুরে তিনি খান তাজা ফল ৷ মধ্যান্নভোজে তিনি খান রুটি, দাল, সবজি, মুরগীর মাংস আর এক বাটি দই ৷ স্নেক্স তিনি খান চিনি ছারা রস ৷ ডিনারে তিনি পছন্দ করেন স্যুপ, সালাদ এবং সবজি ৷
advertisement
যতটা সম্ভব তিনি জাঙ্ক এবং বাইরের খাবার এড়িয়ে চলেন ৷ অবশ্যই, সুরুতে এই রুটিন অনুসরণ করা একটু কষ্টকর হতে পারে, কিন্তু অক্ষয় গত কয়েক বছর ধরে এই রুটিন করে চলেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভুড়ি কমানোর ট্রিক ফাঁস করলেন অক্ষয় কুমার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement