'বলিউডে কিছু ব্যক্তি স্বঘোষিত ভগবান, প্রতিভার অপব্যবহার করে,' বিস্ফোরক আদনান শামি

Last Updated:

সোনু নিগমের পরে আদনান শামি৷ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি-তে কী ভাবে প্রতিভার অপব্যবহার করা হয়, তা নিয়ে গর্জে উঠলেন আদনান৷

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পরে বলিউডের স্বজনপোষণের অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া৷ এ বার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খোলা শুরু করলেন একের পর এক শিল্পী৷ সোনু নিগমের পরে আদনান শামি৷ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি-তে কী ভাবে প্রতিভার অপব্যবহার করা হয়, তা নিয়ে গর্জে উঠলেন আদনান৷ তাঁর কথায়, 'মিউজিক মাফিয়ারা বলিউডে ভগবানের ভূমিকা নেয়৷ ভালো প্রতিভার অপব্যবহার করে৷'
advertisement
advertisement
ইনস্টাগ্রামে একটি পোস্টে আদনান লিখেছেন, 'ভারতীয় সিনেমা ও মিউজিক ইন্ডাস্ট্রির সত্যিই একটা প্রবল ঝাঁকুনি দরকার৷ বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি-তে৷ নতুন গায়ক, পুরনো গায়ক, সুরকার, গীতিকার-- সকলকে চূড়ান্ত অপব্যবহার করা হয়৷ হয় তুমি প্রতিষ্ঠিত মিউজিক মাফিয়াদের কথায় চলো, না হলে আউট! কেন দিনের পর দিন সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করবে কিছু ফালতু লোকজন, যারা নিজেরা ভগবানের ভূমিকা নেয়৷'
advertisement
পুরনো গানের রিমেক ও রি-মিক্সকেও একহাত নেন আদনান৷ তিনি লিখছেন, 'ঈশ্বরের কৃপায়, আমাদের দেশে ১৩০ কোটি মানুষ বাস করে৷ আমরা সবাইকে রিমিক্স বা রিমেক গান উপহার দেব? হে ঈশ্বর, প্লিজ এ সব বন্ধ হোক৷ সত্যিকারের প্রতিভাবান নতুন ও পুরনো আর্টিস্টদের শুদ্ধ বাতাসে শ্বাস নিতে দিন৷ ওই প্রতিভাদের সৃষ্টিশীলতার শান্তি দিন৷ তাতে মিউজিক ইন্ডাস্ট্রি-রই লাভ৷'
advertisement
বলিউডে ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রি-র মাফিয়াদের 'একনায়ক ও অহংকারী' আখ্যা দিয়ে আদনান লেখেন, 'মিউজিক ইন্ডাস্ট্রি-তে কিছু মানুষ স্বঘোষিত ভগবান বানিয়ে রেখেছে৷ এরা শিল্পের বিন্দুমাত্র বোঝে না৷ ইতিহাস থেকেও এরা শিক্ষা নেয় না৷ যথেষ্ট হয়েছে! পরিবর্তন দরজায় অপেক্ষা করছে৷ আপনি প্রস্তুত তো?'
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বলিউডে কিছু ব্যক্তি স্বঘোষিত ভগবান, প্রতিভার অপব্যবহার করে,' বিস্ফোরক আদনান শামি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement