'বলিউডে কিছু ব্যক্তি স্বঘোষিত ভগবান, প্রতিভার অপব্যবহার করে,' বিস্ফোরক আদনান শামি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সোনু নিগমের পরে আদনান শামি৷ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি-তে কী ভাবে প্রতিভার অপব্যবহার করা হয়, তা নিয়ে গর্জে উঠলেন আদনান৷
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পরে বলিউডের স্বজনপোষণের অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া৷ এ বার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খোলা শুরু করলেন একের পর এক শিল্পী৷ সোনু নিগমের পরে আদনান শামি৷ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি-তে কী ভাবে প্রতিভার অপব্যবহার করা হয়, তা নিয়ে গর্জে উঠলেন আদনান৷ তাঁর কথায়, 'মিউজিক মাফিয়ারা বলিউডে ভগবানের ভূমিকা নেয়৷ ভালো প্রতিভার অপব্যবহার করে৷'
advertisement
advertisement
ইনস্টাগ্রামে একটি পোস্টে আদনান লিখেছেন, 'ভারতীয় সিনেমা ও মিউজিক ইন্ডাস্ট্রির সত্যিই একটা প্রবল ঝাঁকুনি দরকার৷ বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি-তে৷ নতুন গায়ক, পুরনো গায়ক, সুরকার, গীতিকার-- সকলকে চূড়ান্ত অপব্যবহার করা হয়৷ হয় তুমি প্রতিষ্ঠিত মিউজিক মাফিয়াদের কথায় চলো, না হলে আউট! কেন দিনের পর দিন সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করবে কিছু ফালতু লোকজন, যারা নিজেরা ভগবানের ভূমিকা নেয়৷'
advertisement
পুরনো গানের রিমেক ও রি-মিক্সকেও একহাত নেন আদনান৷ তিনি লিখছেন, 'ঈশ্বরের কৃপায়, আমাদের দেশে ১৩০ কোটি মানুষ বাস করে৷ আমরা সবাইকে রিমিক্স বা রিমেক গান উপহার দেব? হে ঈশ্বর, প্লিজ এ সব বন্ধ হোক৷ সত্যিকারের প্রতিভাবান নতুন ও পুরনো আর্টিস্টদের শুদ্ধ বাতাসে শ্বাস নিতে দিন৷ ওই প্রতিভাদের সৃষ্টিশীলতার শান্তি দিন৷ তাতে মিউজিক ইন্ডাস্ট্রি-রই লাভ৷'
advertisement
বলিউডে ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রি-র মাফিয়াদের 'একনায়ক ও অহংকারী' আখ্যা দিয়ে আদনান লেখেন, 'মিউজিক ইন্ডাস্ট্রি-তে কিছু মানুষ স্বঘোষিত ভগবান বানিয়ে রেখেছে৷ এরা শিল্পের বিন্দুমাত্র বোঝে না৷ ইতিহাস থেকেও এরা শিক্ষা নেয় না৷ যথেষ্ট হয়েছে! পরিবর্তন দরজায় অপেক্ষা করছে৷ আপনি প্রস্তুত তো?'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2020 2:49 PM IST