#মুম্বই: বিয়ে করলেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ৷ বহু বছরের বান্ধবীকে নিজের জীবনসঙ্গী করতে পেরে বেশ খুশি উদিত পুত্র ৷ এই সেলিব্রিটি হাই প্রোফাইল বিয়ের প্রথম ছবি ৷ শ্বেতা ও আদিত্যকে অত্যন্ত সুন্দর লাগছিল ৷ বরের বেশে আদিত্যকে শেরওয়ানি ও শ্বেতার গোলাপি ল্যাহেঙ্গা ছিল আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ৷