বায়োপিক হচ্ছে, কিন্তু পূর্ণ হল না আম্মার ইচ্ছে

Last Updated:

এবার আম্মা দেখা দেবেন ৭৫ মিমির পর্দায় ৷ তাঁর জীবন নিয়ে এবার তৈরি হবে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ৷ এএল বিজয়ের পরিচালনায় তৈরি হবে এই ছবি ৷ কিন্তু মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে ?

#মুম্বই: তাঁর ভক্তদের কাছে তিনি ছিলেন আম্মা ৷ AIADMK সুপ্রিমো, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর যেন আক্ষরিক অর্থেই মা হারা তাঁর ‘সন্তান’রা ৷ শূণ্য থেকে পূর্ণ হয়ে উঠেছিলেন তিনি ৷ তাঁর প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি, বিতর্ক নিয়ে কম আলোচনা হয়নি ৷ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের তিনি ছিলেন সম্রাজ্ঞী ৷ নায়িকা থেকে জনপ্রতিনিধি হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ৷ তবু জেলের ভাত জুটেছিল তাঁর কপালেও ৷ মৃত্যুর শেষ দিন পর্যন্ত এমনকী মৃত্যুর পরেও তাঁর সঙ্গে রয়ে গিয়েছে বিতর্কের রেশ ৷
এবার সেই আম্মা-ই দেখা দেবেন ৭৫ মিমির পর্দায় ৷ তাঁর জীবন নিয়ে এবার তৈরি হবে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ৷ এএল বিজয়ের পরিচালনায় তৈরি হবে এই ছবি ৷ কিন্তু মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে ? বহুদিন ধরেই এই প্রশ্ন ছিল ভক্তদের মনে ৷ কারণ জয়ললিতার মতো শক্তিশালী ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার পর মতো অভিনেত্রীর প্রয়োজন ছিল ৷
advertisement
advertisement
jayalalitha
এই চরিত্রের জন্য রম্যা কৃষ্ণান, নয়নতারা, তৃষ্ণা কৃষ্ণান, মঞ্জিমা মোহনদের নাম ছিল তালিকায় ৷ কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সকলকে হারিয়ে ইঁদুর দৌড় জিতে নিয়েছেন বিদ্যা বালন ৷ এখনও প্রি-প্রোকাডশন স্তরেই রয়েছে এই ছবি ৷ মুখ্য চরিত্র নির্বাচনের কাজ শেষ হলেও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বাছাইয়ের কাজ চলছে এই মুহূর্তে ৷
advertisement
২০১৬-র ৫ ডিসেম্বর ৬৮ বছর বয়সে মারা যান জয়ললিতা ৷ ভারতের জনপ্রিয় এই নেত্রীর কাহিনীই ফুটিয়ে তোলা হবে পর্দায় ৷ কিন্তু বায়োপিক হলেও শেষ পর্যন্ত পূর্ণ হল না জয়ললিতার ইচ্ছে ৷ কী ছিল সেই ইচ্ছে ? বহুদিন একবার সিমি গারেওয়াল জয়ললিতাকে প্রশ্ন করেছিলেন, কোনওদিন আপনার বায়োপিক হলে কোন নায়িকা আপনার চরিত্রটি করবেন ? এর উত্তরে সেই আম্মা জানিয়েছিলেন, নিজের চরিত্রে তিনি ঐশ্বর্যকে দেখতে চান ৷ কিন্তু সেই দিনের পর বহু জল গড়িয়েছে গোদাবরী দিয়ে ৷ আম্মা-যুগও আজ আর নেই ৷
advertisement
তাই তাঁর ইচ্ছেও থেকে গেল শুধুই স্মৃতির পাতায় ৷ বচ্চনবহু নয়, তাঁর চরিত্রে সম্ভবত অভিনয় করবেন বিদ্যা বালনই ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বায়োপিক হচ্ছে, কিন্তু পূর্ণ হল না আম্মার ইচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement