Suhani Bhatnagar: ‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা

Last Updated:

পর্দার বোনের মৃত‍্যুর খবরে শোকস্তব্ধ জায়রা।

‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
শনিবারই অকাল প্রয়ান হয়েছে সুহানি ভাটনাগরের। ‘দঙ্গল’-এর ছোট্ট ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। মাত্র ১৯ বছর বয়সে থেমে গেল তাঁর পথচলা। সুহানির মৃত্যুর পর সুহানির বাবা-মা সংবাদমাধ‍্যমে একটি বিবৃতিতে প্রকাশ করে জানান যে, তিনি ডার্মাটোমায়োসাইটিস নামক একটি বিরল অটোইমিউন রোগে ভুগছিলেন। এই রোগেই তার মৃত্যু হয়। তার মৃত‍্যুতে অত‍্যন্ত মর্মাহত ‘পর্দার দিদি’ জায়রা ওয়াসিম।
‘দঙ্গল’-এ গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। এবং ববিতা ফোগাটের চরিত্রে দেখা গিয়েছিল সুহানি ভাটনাগরকে। আমির খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন দুই কিশোরী। তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শককুল থেকে সমালোচক মহল। পর্দার বোনের মৃত‍্যুর খবরে শোকস্তব্ধ জায়রা।
advertisement
advertisement
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে জায়রা জানালেন, ‘‘আমি এইমাত্র সুহানির মৃত্যুর খবর পড়েছি । কিছুই বুঝতে পারছি না। আমি চাই তার মৃত্যুর খবর গুজব প্রমাণিত হোক। মিথ্যা বলে প্রমাণিত হোক।’’
তিনি আরও বলেন ‘‘যেই মুহূর্তে আমি এই খবরটা শুনেছি তখন থেকেই আমার মনে বারবার ফিরে ফিরে আসছে সেই দিনগুলোর কথা। সেই সুন্দর সময়গুলোর কথা যেগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি। ভাবতে পারছি না যে ওর বাবা মা কী অবস্থার মধ‍্য দিয়ে যাচ্ছেন। আমি প্রার্থনা করব যাতে তাঁরা শক্তি খুঁজে পান।’’
advertisement
প্রসঙ্গত সুহানির মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক কথা জানালেন অভিনেত্রীর বাবা৷ সুহানির পরিবার জানান, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তিনি মারা যান৷ দু-মাস আগে হাতে জ্বালাভাব অনুভব করেছিল, তবে সেভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি৷ তারপর পুরো শরীরে ব্যথা ও র‍্যাশ ছড়িয়ে পড়তেই চিকিৎসকের কাছে যান সুহানি৷
শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷
advertisement
শরীর বেশি খারাপ হতেই সুহানিকে এইমস-কে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন পরীক্ষা করে ডাক্তাররা জানন, সুহানির ডার্মাইটিসের বিরল অটো ইমিউনি রোগ হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhani Bhatnagar: ‘মনেপ্রাণে চাই এ খবর মিথ‍্যা হোক’! সুহানির মৃত‍্যুতে ভেঙে পড়লেন অনস্ক্রিন দিদি জায়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement