Dangal Actress Death: ‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’! ১৯-এই থেমে গেল আমিরের অনস্ক্রিন কন্যার পথচলা! শোকার্ত তারকার প্রযোজনা সংস্থার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আমির খানের প্রোডাকশানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হল সুহানির মৃত্যুতে।
advertisement
আমির খানের প্রোডাকশানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হল সুহানির মৃত্যুতে। আমির খানের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটি X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, ‘‘সুহানির মৃত্যুর খবরে আমরা অত্যন্ত মর্মাহত। ওনার মা পুজাজি এবং পুরো পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ওনাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ থাকত। সুহানি তোমাকে সর্বদা একজন তারকা হিসেবে মনে রাখব। আত্মার শান্তি কামনা করি।’’
advertisement
advertisement
advertisement
advertisement