#মুম্বই: বলিউডে একের পর এক খারাপ খবর ৷ কিছুদিন আগেই মারা গিয়েছেন বলি অভিনেতা মহেশ আনন্দ ৷ মারণ কামড়ও থাবা বসিয়েছে মারাত্মকভাবে ৷ এবার এল আরও এক খারাপ খবর ৷ গুরুতর অসুস্থ বর্ষীয়ান ও সুদক্ষ অভিনেত্রী শাবানা আজমি ৷ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷জানা গিয়েছে, প্রচণ্ড সর্দি-কাশি নিয়ে পারিবারিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিনেত্রী ৷ পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায়, সামান্য সর্দি-কাশি নয় ৷ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন শাবানা আজমি ৷ তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ এই মুহূর্তে সম্পূর্ণ বেডরেস্টের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shabana Azmi, Suffering, Swine Flu