Shekhar Suman: মাত্র ১১ বছরেই সব শেষ! মর্মান্তিক মৃত্যু একমাত্র ছেলের, আজও পুত্রশোকে ক্ষতবিক্ষত বলিউডের জনপ্রিয় এই অভিনেতা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shekhar Suman: এতগুলো বছর কেটে গেলেও পুত্রশোক আজও একটুকু কম হয়নি তাঁর। সম্প্রতি অভিনেতা শেখর সুমন তার প্রয়াত ছেলে আয়ুষকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্মৃতিচারণমূলক পোস্টে তার হৃদয় উজাড় করে দিয়েছেন।
মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা শেখর সুমন৷ অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসাবেও যথেষ্ঠ নামডাক রয়েছে তাঁর। কিছুদিন আগে দীর্ঘ বিরতির পর সঞ্জয় লীলা বনশালীর সিরিজ ‘হীরামান্ডি’-তে অভিনয় করে ফের চর্চায় রয়েছেন অভিনেতা।
এতগুলো বছর কেটে গেলেও পুত্রশোক আজও একটুকু কম হয়নি তাঁর। সম্প্রতি অভিনেতা শেখর সুমন তার প্রয়াত ছেলে আয়ুষকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্মৃতিচারণমূলক পোস্টে তার হৃদয় উজাড় করে দিয়েছেন। ‘হীরামন্ডি’ অভিনেতা বলেন যে, এই পৃথিবীতে তার অল্প সময়ের মধ্যেই আয়ুষ তাদের জীবনকে অপরিসীম আনন্দে ভরে তুলেছেন। শেখর আরও স্বীকার করেছেন যে তিনি এখনও পর্যন্ত এই মর্মান্তিক ক্ষত থেকে সেরে উঠতে পারেননি।
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
ইনস্টাগ্রামে আয়ুষের ছবি পোস্ট করে শেখর লেখেন, ‘আমার দেবদূত আয়ুষকে মনে পড়ছে। তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। তোমাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। অল্প সময়ের মধ্যেই তুমি আমাদের সবাইকে এত সুখ দিয়েছো। তোমাকে হারানোর দুঃখ থেকে আমরা এখনও সেরে উঠতে পারিনি। কিন্তু তুমি ঈশ্বর এবং পরীদের সঙ্গে আরও ভাল পৃথিবীতে আছো। ‘
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর রাশিতে সূর্যের গোচর মেষ ও মীন রাশিকে ‘ধনী’ করবে, কারা ভাগ্যবান? আপনার কপালে কী?
শেখর সুমনের ছেলে আয়ুষ মাত্র ১১ বছর বয়সে এন্ডোমায়োকার্ডিয়াল ফাইব্রোসিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক ভাবে মারা যান। ৩ এপ্রিল,১৯৯৫ মৃত্যুর কোলে ঢলে পড়েন আয়ুষ । এন্ডোমায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হল একটি বিরল হৃদরোগ যা হৃদপিণ্ডের গহ্বরের ভেতরের আস্তরণের ফাইব্রোসিসের বিকাশ দ্বারা চিহ্নিত করা হয়, যা সীমাবদ্ধ কার্ডিওমায়োপ্যাথির দিকে পরিচালিত করে।
advertisement
শেখরের আরেক ছেলে, অধ্যায়ন সুমন বাবার মতোই একজন অভিনেতা। মঙ্গলবার অধ্যায়নের জন্মদিনে শেখর তাকে একটি সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। শেখর আশা করেছিলেন যে আগামী বছরটি অধ্যায়নের যাত্রায় একটি মোড় নেবে, যা তিনি দাবি করেন যে চ্যালেঞ্জে ভরা। তিনি তার ছেলেকে আরও মনে করিয়ে দিয়েছিলেন যে সাহস এবং দৃঢ়সংকল্প সাফল্যের চাবিকাঠি, এবং আমাদের অতীত অভিজ্ঞতাকে আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।
advertisement
তিনি লেখেন, আমার অসাধারণ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা। এই বছরটি তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হোক। তুমি অক্লান্ত পরিশ্রম করেছো এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো। এখন পুরষ্কার পাওয়ার সময়। মনে রেখো, সাহস এবং দৃঢ় সংকল্প সাফল্যের পথ প্রশস্ত করে। অতীতের ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করতে দিও না, বরং, সেগুলো তোমাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করুক। প্রতিটি দিন তোমার কাঙ্ক্ষিত জীবন গঠনের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 5:05 PM IST








