বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ঘরবন্দি! ৫৪ বছরের বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন 'না ফেরার দেশে'!
- Published by:Tias Banerjee
Bollywood Actor Death: বলিউড অভিনেতা মুকুল দেব ২৩ মে প্রয়াত হয়েছেন। 'Son of Sardaar' ছবিতে অভিনয় করেছিলেন তিনি. মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর সহ-অভিনেতা বিন্দু দারা সিং ও বন্ধু দীপশিখা নাগপাল শোক প্রকাশ করেছেন।
“মুকুলকে আর বড় পর্দায় দেখা যাবে না—ভাবতেই কষ্ট হচ্ছে। মা-বাবার মৃত্যুর পর থেকে ও একেবারে গুটিয়ে গিয়েছিল। কারও সঙ্গে দেখা করত না, ঘরের বাইরে বেরোত না। শেষ কয়েক দিনে ওর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি ছিল। রাহুল এবং ওকে চেনা-ভালবাসা করা সকলের প্রতি রইল আমার সমবেদনা। ও অসাধারণ একজন মানুষ ছিল। আমরা সবাই ওকে মিস করব।”
১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?
“মুকুল কোনওদিনই কারও সঙ্গে নিজের স্বাস্থ্যের কথা শেয়ার করত না। আমাদের বন্ধুবান্ধবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রায়ই কথা হত। আজ সকালে ঘুম থেকে উঠে যখন ওর মৃত্যুর খবর পেলাম, তখন থেকেই ওকে ফোন করছি, ভেবেছিলাম ও-ই ধরবে…”—এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত অভিনেতা নীল নিতিন মুকেশও। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন: