Actor Karan Kundrra: ১ মাসে ওজন কমেছে ১২ কিলো! রহস‍্যটা কী? ফ‍্যাট ঝরানোর সিক্রেট জানিয়ে দিলেন করণ কুন্দ্রা

Last Updated:

অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কের কারণে হামেশাই খবরের শিরোনামে থাকেন জনপ্রিয় এই টিভি তারকা। তবে সম্প্রতি নিজের ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

News18
News18
ফিটনেসের প্রসঙ্গ উঠলে বেশিরভাগ মানুষই সাধারণত ট্রেন্ডি ডায়েট কিংবা দামি দামি সাপ্লিমেন্টের দিকে ঝুঁকে থাকেন। সেই সঙ্গে অনেকেই আবার ইনটেন্স ওয়ার্কআউট রুটিন ফলো করেন। কিন্তু অভিনেতা করণ কুন্দ্রা আরও একবার প্রমাণ করে দিলেন যে, কখনও কখনও মৌলিক বিষয়গুলিই সেরা ফলাফল এনে দিতে পারে। অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কের কারণে হামেশাই খবরের শিরোনামে থাকেন জনপ্রিয় এই টিভি তারকা।
তবে সম্প্রতি নিজের ভক্তদের চমকে দিয়েছেন তিনি। আসলে মাত্র এক মাসের মধ্যেই ১২ কিলো ওজন কমিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তবে এর জন্য কোনও খামখেয়ালি রুটিন অথবা সংক্ষিপ্ত পথ অবলম্বন করেননি করণ। বরং প্রাচীন ভারতের জ্ঞান এবং সচেতন জীবনযাপনের পথই অবলম্বন করেছেন তিনি।
advertisement
advertisement
দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যকে দেওয়া সাক্ষাৎকারে করণ কুন্দ্রা জানিয়েছেন যে, “আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস করা পথ অবলম্বন করেই অতিরিক্ত ওজন কমাতে সক্ষম হয়েছি আমি। এর জন্য অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলা, সচেতন ভাবে খাওয়াদাওয়া করা, কখনও কখনও উপবাস করা এবং স্থির থাকা  – এই নীতিগুলির কথা শুনেই আমরা বড় হয়েছি। অথচ ধারাবাহিক ভাবে তা মেনে চলিনি।” জোর দিয়ে তিনি আরও জানান যে, “পশ্চিমী অথবা ভূমধ্যসাগরীয় ডায়েট প্যাটার্ন চোখ বুজে অনুসরণ করলে হয় না। কারণ তা ভারতীয় জিনের জন্য কাজ না-ও করতে পারে।” পরিবর্তে তিনি উপবাস এবং ভারসাম্যের সাংস্কৃতিক ঐতিহ্য মেনে চলেছেন। এর ফলে শুধু তাঁর দেহেই পরিবর্তন আসেনি, সেই সঙ্গে তাঁর এনার্জি এবং মননেও পরিবর্তন এসেছে। অভিনেতা আরও জানান যে, নিজের ডায়েটে তিনি ঘি অন্তর্ভুক্ত করেছেন।
advertisement
উপবাস এবং সচেতন ভাবে খাওয়াদাওয়া:
নিজের এই ট্রান্সফরমেশনটিকে সরল-সাধারণ এবং ছিমছাম বলে দাবি করেছেন করণ। তিনি এ-ও তুলে ধরেন যে, সচেতন ভাবে খাওয়াদাওয়া এবং কখনও-সখনও উপবাস করার মতো ভারতীয় অভ্যাস সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। তবে দ্রুত গতির জীবনের কারণে এই অভ্যাসগুলি অবহেলা করা হয়। তবে এই অভ্যাসগুলিই ওজন ঝরাতে সাহায্য করে। সেই সঙ্গে একাধিক রোগের ঝুঁকিও কমিয়ে দিতে পারে। করণ স্পষ্ট ভাবে এ-ও ব্যাখ্যা করেন যে, ওজন ঝরাতে তিনি উপবাস পালনের কথা বলেছেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কথা বলেননি।
advertisement
করণ কুন্দ্রার কাজ:
একাধিক রিয়েলিটি শো এবং স্ক্রিপ্টেড প্রজেক্টের কাজে আপাতত ব্যস্ত রয়েছেন করণ কুন্দ্রা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘লাফটার শ্যেফস সিজন ২’-এ। এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং এবং বিচারকের আসনে ছিলেন হরপাল সিং সোখি। এই শোয়ে এলভিশ যাদবের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন করণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Karan Kundrra: ১ মাসে ওজন কমেছে ১২ কিলো! রহস‍্যটা কী? ফ‍্যাট ঝরানোর সিক্রেট জানিয়ে দিলেন করণ কুন্দ্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement