Ayushmann Khurrana: 'ব্রেকআপ মানেই প্রেমকে ভুলে যাওয়া নয়', হলটা কী আয়ুষ্মানের? দিলেন বড় চমক!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ayushmann Khurrana: এবার বড় চমক দিলেন আয়ুষ্মান খুরানা৷ সম্প্রতি অভিনেতা তার নতুন একক গান 'রেহ জা' সামনে আনলেন৷ রেহ জা হল এমন একটি 'হৃদয় ছুঁয়ে যাওয়া গান', যা সকলের মন ছুঁয়ে গেছে৷
মুম্বই: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ঠিক কতটা প্রতিভাবান, তা সকলেরই জানা৷ একজন বহুগুণ প্রতিভা সম্পন্ন অভিনেতা যিনি তার অভিনয়ের পাশাপাশি তাঁর সঙ্গীতের জন্য সমানভাবে প্রিয় দর্শকদের কাছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা বর্তমানে ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে একটি গ্লোবাল রেকর্ডিং চুক্তির জন্য অংশীদারিত্ব করেছেন। তার প্রথম গান ‘আঁখ দা তারা’ বেশ সমাদৃত হয়েছে সকলের কাছে।
এবার বড় চমক দিলেন আয়ুষ্মান খুরানা৷ সম্প্রতি অভিনেতা তার নতুন একক গান ‘রেহ জা’ সামনে আনলেন৷ রেহ জা হল এমন একটি ‘হৃদয় ছুঁয়ে যাওয়া গান’, যা সকলের মন ছুঁয়ে গেছে৷ আয়ুষ্মানের রোম্যান্টিক এই গান সকলের পছন্দ হয়েছে৷ সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন৷ যা নিয়ে বেশ চর্চাও চলছে৷
advertisement
advertisement
নতুন গান নিয়ে আয়ুষ্মান বলেছেন, এই গানটির মধ্যে একাধিক স্তর রয়েছে৷ প্রেম-বিচ্ছেদ জীবনে একাধিকবার আসে৷ কখনও কখনও এতটাই প্রভাব বেশি হয় যে আবেগের বহিঃপ্রকাশও হয়ে পড়ে৷ আমি রোম্যান্সের সমস্ত শেড পছন্দ করি এবং আমি সর্বদা হার্টব্রেক সম্পর্কে আরও লিখতে চেয়েছি। ব্রেক-আপের অর্থ এই নয় যে আপনি কাউকে ভালবাসা, তার যত্ন নেওয়া বা ক্রমাগত তাদের উপস্থিতি কামনা করা বন্ধ করে দেবেন। ‘রেহ জা’ গানটা বিরহের হলেও আমার হৃদয় ভাঙার জটিলতা, সেইসঙ্গে ভালবাসার অনুভূতির বিশুদ্ধতা রয়েছে৷ আসলে প্রেম ও আকাঙ্খা অনুভূতিদের বাঁচিয়ে রাখে, তবে মন ভাঙলেই প্রেম থেকে যায়৷
advertisement
আয়ুষ্মান খুরানা এমনিতেই তাঁর রোম্যান্টিক গানের জন্য পরিচিত৷ এর আগেও ‘পানি দা রং ছোড়কে’, ‘সাড্ডি গালি আজা’, ‘মিট্টি দি খুশবু’, ‘নাজম নাজম’ এবং ‘মেরে লিয়ে তুম কাফি হো’-এর মতো হিট গান গেয়ে দর্শকদের মন জিতে নিয়েছে।
advertisement
আয়ুষ্মান আরও বলেন, ‘এই গানটির ধারণা আমার কাছে প্রায় চার বছর আগে এসেছিল। গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছি, প্রোগ্রামিং করেছেন হিমাংশু আমার কাছ থেকে সামান্য ইনপুট নিয়ে। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে এটি আমার দ্বিতীয় একক এবং আমি আশা করছি আপনারা এটি পছন্দ করবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2024 8:25 PM IST