Death News: বলিউডে বিরাট দুঃসংবাদ...! চিরদিনের মতো মা-কে হারালেন অনিল-বনি- সঞ্জয়, শোকস্তব্ধ কাপুর পরিবার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death News: বলিউডে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা অনিল কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর৷
মুম্বই: বলিউডে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা অনিল কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর৷ গতকাল অর্থাৎ ২ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মল কাপুর৷ মৃত্যুকালে ওঁনার বয়স হয়েছিল ৯০ বছর৷
সূত্র থেকে জানা গেছে, তিনি কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন এবং বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি মারা গেছেন। ফিল্ম ইনফরমেশনের এক প্রতিবেদন অনুসারে, তিনি বিকেল ৫:৪৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মারা যাওয়ার সময়,ভাইরাল ভায়ানি কাপুরের বাসভবন থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে বনি কাপুরকে মেয়ে অংশুলা কাপুরকে দেখা গেছে। জাহ্নবী কাপুরকেও প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে আসতে দেখা গেছে ।
advertisement
advertisement
প্রয়াত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী নির্মল কাপুর ছিলেন কাপুর পরিবারের কর্ত্রী। ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন এবং বছরের পর বছর ধরে প্রায়শই কাপুর পরিবারের সমাবেশ এবং উদযাপনে তাকে দেখা যেত। তাদের চার সন্তান রয়েছে – অনিল কাপুর, রীনা কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুর।
advertisement
নির্মলের নাতি-নাতনিরা হলেন, সোনম কাপুর , রিয়া কাপুর , হর্ষবর্ধন কাপুর, জাহ্নবী, খুশি এবং অংশুলা, অর্জুন কাপুর, শানায়া কাপুর, জাহান কাপুর। নির্মলের মেয়ে রীনা কাপুরের ছেলে হলেন মোহিত মারওয়াহ। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া পড়েছে কাপুর পরিবারে৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 1:20 PM IST