Ayushmann Khurrana | Action Hero Teaser: রোম্যান্স দূরে ঠেলে এবার 'অ্যাকশন হিরো' আয়ুষ্মান খুরানা, দেখুন টিজার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আয়ুষ্মান নিজেই বলছেন, 'অ্যাকশনের অভিনয়টা তিনি দারুণ পারেন' (Ayushmann Khurrana | Action Hero Teaser)। বিষয়টা খোলসা করে বলা যাক।
#মুম্বই: এতদিন মিষ্টি নায়কের চরিত্রেই বেিশ দেখা গিয়েছে বলিউডের হার্টথ্রব আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। তবে এবার তিনি ছক ভাঙতে প্রস্তুত। যেমন-তেমন কোনও চরিত্রে নয়, একেবারে 'অ্যাকশন হিরো' হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে অভিনেতাকে (Ayushmann Khurrana) (Ayushmann Khurrana | Action Hero Teaser)। আর আয়ুষ্মান নিজেই বলছেন, 'অ্যাকশনের অভিনয়টা তিনি দারুণ পারেন' (Ayushmann Khurrana | Action Hero Teaser)। বিষয়টা খোলসা করে বলা যাক।
আয়ুষ্মান খুরানার আসন্ন ছবির নামই আসলে, 'অ্যাকশন হিরো' (Ayushmann Khurrana | Action Hero Teaser)। ২০২২ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি। অভিনেতা নিজেই শেয়ার করেছেন ছবির টিজার এবং তাতেই ইঙ্গিত দিয়েছেন অ্যাকশনের অভিনয় করতে প্রস্তুত তিনি। ছবির নাম অ্যাকশন হিরো হলেও, গল্পে রয়েছে জবরদস্ত ট্যুইস্ট। অভিনেতা বলেছেন, 'আমি আনন্দ স্যারের সঙ্গে তৃতীয় বার কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। আমি আশা করি দর্শকের অ্যাকশন হিরোর স্ক্রিপ্ট খুবই পছন্দ হবে।' সোশ্যাল মিডিয়ায় অ্যাকশন হিরোর টিজার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'মুশকিল শুধু একটাই, আমি মারামারির অভিনয় করতে পারি, মারতে পারি না...'।
advertisement
advertisement
advertisement
'অ্যাকশন হিরো' পরিচালনা করেছেন অনিরুদ্ধ আইয়ার। টি-সিরিজ ও কালার ইয়েলো প্রযোজনার এই ছবি আনন্দ এল রাইয়ের। সহ-প্রযোজক ভূষণ কুমার ও কৃষণ কুমার। ছবি ব্রিটেন ও ভারতের বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছে। ছবির মুক্তি ২০২২ সালে প্রতীক্ষিত।
আরও পড়ুন: সামান্থা ও নাগার বিয়ে ভাঙার পিছনে কি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত? রহস্য-ফাঁস...
বলিউডে নিজের পায়ের তলার মাটিটাকে শক্তপোক্ত করে ফেলেছেন আয়ুষ্মান খুরানা। রোম্যান্টিক থেকে থ্রিলার, একইসঙ্গে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছেন। কখনও 'বরেলি কি বরফি', কখনও 'শুভ মঙ্গল সাবধান'। আবার কখনও 'অন্ধাধুন' তো কখনও 'বালা'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কিছু বছর ধরে। শুধু তাই নয়, ২০১৮তে অভিনয় দক্ষতা দিয়েই জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। সেই আয়ুষ্মান খুরানাই এবার তাঁর আগামী ছবির ঘোষণা করে ফেললেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 10:29 AM IST