#মুম্বই: ২০১৩ সালে ছোট্ট খান এসেছিলেন শাহরুখ খানের ঘর আলো করে। আব্রাম খান। স্বভাবে ছটফটে আব্রাম নেট দুনিয়ার সেনসেশন। সেই সঙ্গে অনেকটা শাহরুখের ছোটবেলার সঙ্গে মিলে যায় আব্রামের মিষ্টি চেহারা। গত কাল ছিল তাঁর জন্মদিন। আব্রামের আগেও কিং খানের দুই ছেলে মেয়ে রয়েছে। আরিয়ান ও সুহানা। তবে আব্রাম শাহরুখের চোখের মণি। কাজ না থাকলেই ছেলের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন কিং খান।
তবে এবার ছেলের জন্মদিনে তেমন কিছুই করা হয়নি। সারা দেশ করোনার সঙ্গে লড়ছে। এই অবস্থায় জন্মদিন সেলিব্রেশন করাটাও যেন বিলাসিতা। তবে আব্রাম অনেকটাই ছোট। ও আর এসবের কি বোঝে। জন্মদিনে কিছু তো একটা করতেই হত। আব্রাম গল্প শুনতে খুব ভালবাসে। বিশেষ করে ভূতের গল্প। জন্মদিনে ছেলেকে 'স্কেয়ারি' গল্প পড়ে শোনালেন শাহরুখ। হা করে বাবার কাছে গল্প শুনেই জন্মদিন কাটিয়ে দিল ছোট্ট আব্রাম। এই মিষ্টি ভিডিও গৌরি খান তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মায়ের থেকেও যদিও বাবাই নাকি আব্রামের বেশি প্রিয়। এ কথা লিখলেন গৌরি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AbRam, Birthday, Bollywood, Shahrukh Khan