#মুম্বই: বয়স বেড়েছে ঠিকই, সেভাবে আর হিটও নেই ঝুলিতে ৷ তবু তিনি বিশ্বসুন্দরী বলে কথা! তাই এখনও রাই সুন্দরীর ব্যপারটাই আলাদা ৷ তিনি এখনও পর্দায় এলে চোখ চলে যায় তাঁর দিকেই ৷ যে কোনও অনুষ্ঠানে বা অ্যাওয়ার্ড ফাংশনে তাঁর উপস্থিতি সব সময়ই উজ্জ্বল ৷ তবে এখন বেশিরভাগ সময়ই এথনিক লুকে ধরা দেন নায়িকা ৷ শুধু অনুষ্ঠানেই নয়, এয়ারপোর্ট লুকেও ইন্ডিয়ানই বেশি পছন্দ ঐশ্বর্যর ৷ ওয়েস্টার্ন মাঝমধ্যে পরলেও খোলামেলা পোশাকে এখন আর দেখাই যায় না তাঁকে ৷ সাদা কুর্তা, সালোয়ার বা বেজ রঙা পালাজো, লং কামিজ বা প্যাস্টেল রঙের আনারকলি...এমন অবতারেই বেশি দেখা যায় ঐশ্বর্যকে ৷ তবে এটা নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা ৷ জ়রা হটকে না হলে কি চলে? তাই তো বহুদিন পর খোলামেলা পোশাকে ধরা দিলেন হট অ্যান্ড সেক্সি ঐশ্বর্য ৷ বচ্চন পরিবারের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন ৷ সেখানেই মেয়ে আরাধ্যা আর স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ছবিটি কোথায় তোলা তা জানা না গেলেও সমুদ্র সৈকতে তাঁদের এই ফ্যামিলি ফোটোগ্রাফটি বেশ সুন্দর ৷
আর সেই ছবিতেই খোলামেলা একটি কালো রঙা জাম্পসুটে দেখা গিয়েছে নায়িকাকে ৷ যদিও তার উপরে পরে ছিলেন একটি ওভারসাইজড সাদা ফুল শার্ট ৷ তবে বহুদিন পর বচ্চনবহুকে এমন লুকে দেখে যারপরনায় উল্লাসিত তাঁর ভক্তকূল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aaradhya Bachchan, Abhishek Bachchan, Aishwariya Bachchan