নতুন বছর বলে কথা, বহুদিন পর হট অবতারে দেখা দিলেন ঐশ্বর্য

Last Updated:

আর সেই ছবিতেই খোলামেলা একটি কালো রঙা জাম্পসুটে দেখা গিয়েছে নায়িকাকে ৷ যদিও

#মুম্বই: বয়স বেড়েছে ঠিকই, সেভাবে আর হিটও নেই ঝুলিতে ৷ তবু তিনি বিশ্বসুন্দরী বলে কথা! তাই এখনও রাই সুন্দরীর ব্যপারটাই আলাদা ৷ তিনি এখনও পর্দায় এলে চোখ চলে যায় তাঁর দিকেই ৷ যে কোনও অনুষ্ঠানে বা অ্যাওয়ার্ড ফাংশনে তাঁর উপস্থিতি সব সময়ই উজ্জ্বল ৷
তবে এখন বেশিরভাগ সময়ই এথনিক লুকে ধরা দেন নায়িকা ৷ শুধু অনুষ্ঠানেই নয়, এয়ারপোর্ট লুকেও ইন্ডিয়ানই বেশি পছন্দ ঐশ্বর্যর ৷ ওয়েস্টার্ন মাঝমধ্যে পরলেও খোলামেলা পোশাকে এখন আর দেখাই যায় না তাঁকে ৷ সাদা কুর্তা, সালোয়ার বা বেজ রঙা পালাজো, লং কামিজ বা প্যাস্টেল রঙের আনারকলি...এমন অবতারেই বেশি দেখা যায় ঐশ্বর্যকে ৷
advertisement
তবে এটা নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা ৷ জ়রা হটকে না হলে কি চলে? তাই তো বহুদিন পর খোলামেলা পোশাকে ধরা দিলেন হট অ্যান্ড সেক্সি ঐশ্বর্য ৷ বচ্চন পরিবারের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন ৷ সেখানেই মেয়ে আরাধ্যা আর স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ছবিটি কোথায় তোলা তা জানা না গেলেও সমুদ্র সৈকতে তাঁদের এই ফ্যামিলি ফোটোগ্রাফটি বেশ সুন্দর ৷
advertisement
advertisement
View this post on Instagram

Happy New Year.

A post shared by Abhishek Bachchan (@bachchan) on

advertisement
আর সেই ছবিতেই খোলামেলা একটি কালো রঙা জাম্পসুটে দেখা গিয়েছে নায়িকাকে ৷ যদিও তার উপরে পরে ছিলেন একটি ওভারসাইজড সাদা ফুল শার্ট ৷ তবে বহুদিন পর বচ্চনবহুকে এমন লুকে দেখে যারপরনায় উল্লাসিত তাঁর ভক্তকূল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন বছর বলে কথা, বহুদিন পর হট অবতারে দেখা দিলেন ঐশ্বর্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement