#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বিয়ে আজ ৷ বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোর ৷ এলাহি আয়োজন সারা ৷ সকাল থেকেই তুমুল ব্যস্ততা ৷
মুম্বইয়ে বসেছে বিয়ের আসর ৷ শ্লোকা মেহতার সঙ্গে হতে চলেছে আকাশের বিয়ে ৷ ইতিমধ্যেই বিয়ের আসরে এসে হাজির হয়েছেন সস্ত্রীক আমির খান ৷
দেখে নিন সেই ভিডিও
আকাশ আম্বানির বিয়েতে হাজির হলেন সস্ত্রীক আমির খান, দেখুন এক্সক্লুসিভ ভিডিওনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Akash Ambani, Akash Ambani & Ahloka Mehta wedding, AkashShlokaWedding, Ambani wedding, Shloka Mehta