Anurag Kashyap: অনুরাগের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তাঁর মেয়ে আলিয়া কাশ্যপ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
গতবছর বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।
#মুম্বই: গতবছর বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অনুরাগ কন্যা আলিয়া কাশ্যপ। আলিয়া জানালেন, তাঁর বাবার বিরুদ্ধে যখন #MeToo অভিযোগ করা হয় তখন বিষয়টিতে তিনি খুব বিরক্ত হয়েছিলেন। তাঁর দাবি, অনুরাগকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছিল।
আলিয়ার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিও পোস্ট করেন। আলিয়ার দাবি, তার বাবাকে যাঁরা চেনেন সবাই জানেন যে তিনি একটা টেডি বিয়ারের মতো। এই সমস্ত বিতর্ক থেকে মেয়েকে নাকি দূরে সরিয়ে রাখারই চেষ্টা করেন অনুরাগ কাশ্যপ। কারণ এতে নাকি আলিয়ার উদ্বেগজনিত সমস্যা হয়।
আলিয়া বলছেন, "এই #MeToo অভিযোগটা আমায় খুব বিরক্ত করছিল। বাবার চরিত্রটাকে সম্পূর্ণভাবে ভুল বোঝা হয়েছে। মানুষ ভাবে, তিনি একজন সাংঘাতিক ধরনের লোক। কিন্তু আমার বাবাকে চেনে এমন কাউকে জিজ্ঞাসা করে দেখুন, সবাই বলবে তিনি একটা বড় সড় টেডি বিয়ার এর মতো।"
advertisement
advertisement
আলিয়া আরো বলছেন, "এই ব্যাপারটাই আমায় খুব উদ্বেগে ভোগায়। আমি জানি, যাদের নিজেদের জীবন নিয়ে কিছু করার নেই, তারাই আমার বাবার জন্য এত ঘৃণা দেখিয়েছে। আমার বাবা এইগুলি থেকে আমাকে দূরে রাখার বহু চেষ্টা করেছেন। যাতে আমার উদ্বেগ না হয়।"
আলিয়া তার আগের ভ্লগে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন। গত বছর এক অভিনেত্রী জানান, অনুরাগ কাশ্যপ তার সঙ্গে একসময় জোরজবরদস্তি করেছিলেন। দাবি করেছিলেন, নিজের বাড়িতে ডেকে হেনস্থা করা হয়েছিল তাকে। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অনুরাগ কাশ্যপ। সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। অনুরাগ এর সমর্থনেও বলিউডের অভিনেত্রী তখন মুখ খুলেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2021 7:29 PM IST