Jacqueline Fernandez at ED Office: চার বার এড়িয়ে অবশেষে ইডি-র জেরার মুখে জ্যাকলিন ফার্নান্ডেজ, কেন?

Last Updated:

২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez at ED Office)।

জ্যাকলিন ফার্নান্ডেজ।
জ্যাকলিন ফার্নান্ডেজ।
#মুম্বই: ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez at ED Office)। চার বার ইডির ডাক এড়িয়ে গিয়েছেন নায়িকা। বুধবার অবশেষে দিল্লির ইডির দফতরে হাজির হলেন জ্যাকলিন (Jacqueline Fernandez at ED Office)। এদিন দুপুর ৩টে নাগাদ ইডির দফতরে হাজির হন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez at ED Office)। সূত্রের খবর, আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে নায়িকাকে। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কীভাবে জ্যাকলিনের যোগাযোগ সে বিষয়ে জানতে চাওয়া হয় নায়িকার কাছে। সুকেশ ও জ্যাকলিনের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয় জ্যাকলিনের কাছে।
এদিন জ্যাকলিনের বয়ান রেকর্ড করেন ইডি অফিসারেরা। সূত্রের খবর, সুকেশের হাতে তিনিও প্রতারিত বলে দাবি করেছেন জ্যাকলিন এবং তাঁর সঙ্গে সুকেশের পরিচয়ের দাবি উড়িয়ে দিয়েছেন নায়িকা। সুকেশ চন্দ্রশেখর মহারাষ্ট্রের একজন বড়সড় প্রতারক হিসেবেই পরিচিত। রানব্যাক্সির মতো বড় কোম্পানির প্রোমোটার শিবিন্দর সিং ও মালবিন্দর সিংকে ২০০ কোটি টাকার প্রতারণা করেছে সুকেশ। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, সুকেশের স্ত্রী লীনার পাল্লায় পড়ে সুকেশকে কাজে যুক্ত করেছিলেন জ্যাকলিন।
advertisement
গত ২৪ অগস্ট ইডি চেন্নাইয়ে একটি সমুদ্র সৈকতের উপর তৈরি বিলাসবহুল বাংলো বাজেয়াপ্ত করেছিল। এর সঙ্গে প্রায় ৮২.৫ লক্ষ টাকা নগদ এবং প্রায় এক ডজন বিলাসি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই প্রতিটি জিনিস সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলার সঙ্গে যুক্ত। দিল্লির আর্থিক তছরুপ শাখার কাছে সুকেশের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এছাড়াও সুকেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, তোলাবাজি মিলিয়ে মোট ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। কী ভাবে এই সুকেশের সঙ্গে যোগ তৈরি হয়েছে জ্যাকলিনের তাই জানতে চায় ইডি।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রতারক সুকেশ চন্দ্রশেখর উপহার পাঠাতেন ফুল ও চকোলেট, ‘শিকার’ জ্যাকলিনকে ইডি-র দীর্ঘ জেরায় চাঞ্চল্যকর তথ্য
এদিন রেকর্ড করা হয় জ্যাকলিনের স্টেটমেন্ট। জানা যায়, ঠগবাজ সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি অভিনেত্রীর থেকেও টাকা নিয়েছেন। জানা যাচ্ছে, সাক্ষী হিসেবে যার জেরা চলছিল, সে নিজেই প্রতারণার শিকার। ইডি সূত্রে খবর, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও তাঁর প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে খুইয়েছেন প্রচুর অঙ্কের টাকা। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য। জেলে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছিল সুকেশ। আপাতত রোহিনী জেলে আছে সে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ এক বছরে তাঁর ২০০ কোটি টাকা তুলে নিয়েছে সুকেশ চন্দ্রশেখর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez at ED Office: চার বার এড়িয়ে অবশেষে ইডি-র জেরার মুখে জ্যাকলিন ফার্নান্ডেজ, কেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement