Oti Uttam Poster: মহানায়কের জন্মবার্ষিকী, অতি উত্তম পোস্টারে স্মরণ সৃজিতের, প্রশংসায় উত্তম ভক্তরা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একেবারে পুরনো বাংলা ছবির (Old Bengali Film style) পোস্টারের আদলে তৈরি হয়েছে অতি উত্তম (Oti Uttam) ছবির পোস্টারটি৷
#কলকাতা: প্রতীক্ষার অবসান৷ মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee film) ছবি অতি উত্তম-এর পোস্টার (Oti Uttam Poster)৷ ৩ সেপ্টেম্বর, মহানায়ক উত্তমকুমারের জন্মবার্ষিকীকেই (Mahamayak Uttam Kumar birth anniversary) পোস্টার রিলিজের সেরা দিন হিসেবে বেছে নিলেন সৃজিত৷ পোস্টরটি ভাল সাড়া পেয়েছে৷
advertisement
নিজের ফেসবুক পেজে অতি উত্তম ছবির পোস্টর শেয়ার করে সৃজিত জানিয়েছেন তাঁর এই ছবি তৈরির নেপথ্য কাহিনি৷ পরিচালক লিখছেন যে, ৪ বছর ধরে এই ছবির জন্য কঠোর পরিশ্রম চলছে৷ চলেছে প্রচুর গবেষণা৷ উত্তমকুমার (Uttam Kumar Bengali Film Icon) অভিনীত ৬২টি ছবি খুঁটিয়ে দেখা থেকে শুরু করে বারবার ছবির স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া করেছেন সৃজিত৷ কোন ছবির স্বত্ত্ব কার কাছে রয়েছে, তার খোঁজ নেওয়া এবং সেই স্বত্ত্ব কিনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন পরিচালক (Director Srijit Mukherjee)ভিজুয়াল এফেক্টসের সাহায্য নিয়ে, চিত্রগ্রাহকদের সঙ্গে বারবার কথা বলে এই স্বপ্নের প্রোজেক্ট তৈরি করেছেন তিনি৷ নিঃসন্দেহে বাঙালি জীবনে উত্তমকুমার অমর৷ এবং মহানায়ককে সেইভাবেই নিজের কাজের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ পোস্টরটির মধ্যে পরিচালকের পরিশ্রমের ছাপ ফুটে উঠেছে ইতিমধ্যেই৷ আপাতত অতি উত্তম দেখার অপেক্ষায় দর্শকরাও৷
advertisement
একেবারে পুরনো বাংলা ছবির পোস্টারের (Old Bengali Film style) আদলে তৈরি হয়েছে অতি উত্তম ছবির পোস্টারটি৷ অবশ্যই পোস্টার জুড়ে রয়েছেন উত্তমকুমার৷ তাঁর ভুবন ভোলানো হাসিতে তিনি মন্ত্রমুগ্ধ করছেন এই প্রজন্মকেও৷ নিচের দিকে রয়েছে অন্যান্য অভিনেতাদের ছবি৷ উল্লেখ্য এই ছবিতে দেখা যাবে উত্তমের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে (Uttam Kumar grandson Gourab Chatterjee) ৷ রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত৷ এই ছবিতে থাকবে উত্তমকুমারের উপস্থিতি৷ তাঁর পুরনো ছবি থেকে বিভিন্ন ক্লিপিং তুলে ধরা হবে আধুনিক প্রযুক্তি, ভিএফএক্সের মাধ্যমে৷ সেই কারণেই মহানায়কের ৬২টি ছবি থেকে চলেছে বিভিন্ন প্রাসঙ্গিক ফুটেজ সংগ্রহের কাজ৷ রোম্যান্টিক কমেডির মোড়কে ছবি পরিবেশন করবেন সৃজিত মুখোপাধ্যায়৷ উত্তম গবেষক এক ব্যক্তির এক মহিলাকে খুব পছন্দ৷ তাঁর হৃদয় হরণের জন্য উত্তমের স্মরণাপন্ন হবেন তিনি৷ উত্তমকুমারের নাতির সঙ্গে যোগাযোগ করে প্ল্যানচেট করার সিদ্ধান্ত নেবেন তিনি৷ তবে তাতে কী মহানায়ক সাড়া দেবেন? উত্তমের পথ অনুসরণ করে কী প্রেম নিবেদন করতে পারবেন তিনি৷ সেই গল্পই উঠে আসবে ছবিতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2021 1:07 PM IST