Arijit Singh Live Concert: করোনা পরিস্থিতিতে প্রথমবার ভক্তদের সামনে আসছেন অরিজিৎ সিং, আবু ধাবিতে লাইভ কনসার্ট

Last Updated:

তাঁর গান সামনে থেকে শুনতে মুখিয়ে থাকেন প্রচুর মানুষ৷ তাই এই লাইভ কনসার্ট (Arijit Singh In Abu Dhabi Concert) যে কানায় কানায় পূর্ণ হবে, তা বলাই বাহুল্য৷

#মুম্বই: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ যদিও করোনা (Coronavirus situation) সংক্রমণের হাত থেকে এখনও নিস্তার নেই গোটা পৃথিবীর৷ তবে এর মধ্যেই জীবন কিছুটা হলেও ছন্দে ফেরা শুরু করেছে৷ নিজের নিজের মতো করে চেষ্টা চালাচ্ছেন সকলে৷ বহুদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে সিনেমা হল৷ সাধারণ মানুষও গুটিগুটি পায়ে বেড়িয়ে পড়েছেন নিজেদের জীবনে বিনোদন খুঁজে নিতে৷ এরই মধ্যে এবার আবু ধাবিতে নিজের লাইভ কনসার্টের কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং (Arijit Singh to perform live at Abu Dhabi) ৷ করোনা পরবর্তী পরিস্থিতিতে ১৯শে নভেম্বর, আবু ধাবির (19 November Arijit Singh Live) বৃহত্তর ইনডোর স্টেডিয়াম এতিহাদ এরিনায় তাঁকে দেখা ও শোনা যাবে লাইভ! জনপ্রিয় সঙ্গীতশিল্পীর শো ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনা শুরু হয়েছে৷
আবু ধাবিতে অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট আবু ধাবিতে অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট  করবেন ১৯ নভেম্বর ২০২১-এ
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এই ধরণের লাইভ অনুষ্ঠান প্রায় বন্ধই ছিল৷ জমায়েত এড়াতে কোনও সংগঠন বা শিল্পী ঝুঁকি নিতে চাননি৷ তাই বহুদিন বাদে এমন অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে৷ বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh popular Bollywood Singer) দেশে-বিদেশে সমান জনপ্রিয়৷ তাঁর গান সামনে থেকে শুনতে মুখিয়ে থাকেন প্রচুর মানুষ৷ তাই এই লাইভ কনসার্ট যে কানায় কানায় পূর্ণ হবে, তা বলাই বাহুল্য৷
advertisement
advertisement
কয়েক মাস আগে মাতৃবিয়োগ হয়েছে অরিজিতের৷ করোনা পরিস্থিতিতে মাঝেমধ্যে ভক্তদের সামনে এসেছেন তিনি, অনলাইনে৷ তাঁর কন্ঠের জাদুতে কিছুটা হলেও যেন শান্তি খুঁজে পেয়েছেন বহু ভক্ত৷ এরপর তাঁকে সামনে থেকে দেখার ও শোনার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই৷ অরিজিৎ নিজেও এই শো নিয়ে খুবই আশাবাদী৷ সঙ্গীতের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাওয়ার কথা বলছেন শিল্পী৷ ৩০ অগাস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি৷ যদিও এক্ষেত্রে হলের ৫০ শতাংশ ছাড় মিলেছে শোয়ের জন্য৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Live Concert: করোনা পরিস্থিতিতে প্রথমবার ভক্তদের সামনে আসছেন অরিজিৎ সিং, আবু ধাবিতে লাইভ কনসার্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement