Arijit Singh Live Concert: করোনা পরিস্থিতিতে প্রথমবার ভক্তদের সামনে আসছেন অরিজিৎ সিং, আবু ধাবিতে লাইভ কনসার্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁর গান সামনে থেকে শুনতে মুখিয়ে থাকেন প্রচুর মানুষ৷ তাই এই লাইভ কনসার্ট (Arijit Singh In Abu Dhabi Concert) যে কানায় কানায় পূর্ণ হবে, তা বলাই বাহুল্য৷
#মুম্বই: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ যদিও করোনা (Coronavirus situation) সংক্রমণের হাত থেকে এখনও নিস্তার নেই গোটা পৃথিবীর৷ তবে এর মধ্যেই জীবন কিছুটা হলেও ছন্দে ফেরা শুরু করেছে৷ নিজের নিজের মতো করে চেষ্টা চালাচ্ছেন সকলে৷ বহুদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে সিনেমা হল৷ সাধারণ মানুষও গুটিগুটি পায়ে বেড়িয়ে পড়েছেন নিজেদের জীবনে বিনোদন খুঁজে নিতে৷ এরই মধ্যে এবার আবু ধাবিতে নিজের লাইভ কনসার্টের কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং (Arijit Singh to perform live at Abu Dhabi) ৷ করোনা পরবর্তী পরিস্থিতিতে ১৯শে নভেম্বর, আবু ধাবির (19 November Arijit Singh Live) বৃহত্তর ইনডোর স্টেডিয়াম এতিহাদ এরিনায় তাঁকে দেখা ও শোনা যাবে লাইভ! জনপ্রিয় সঙ্গীতশিল্পীর শো ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনা শুরু হয়েছে৷

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এই ধরণের লাইভ অনুষ্ঠান প্রায় বন্ধই ছিল৷ জমায়েত এড়াতে কোনও সংগঠন বা শিল্পী ঝুঁকি নিতে চাননি৷ তাই বহুদিন বাদে এমন অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে৷ বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh popular Bollywood Singer) দেশে-বিদেশে সমান জনপ্রিয়৷ তাঁর গান সামনে থেকে শুনতে মুখিয়ে থাকেন প্রচুর মানুষ৷ তাই এই লাইভ কনসার্ট যে কানায় কানায় পূর্ণ হবে, তা বলাই বাহুল্য৷
advertisement
advertisement
কয়েক মাস আগে মাতৃবিয়োগ হয়েছে অরিজিতের৷ করোনা পরিস্থিতিতে মাঝেমধ্যে ভক্তদের সামনে এসেছেন তিনি, অনলাইনে৷ তাঁর কন্ঠের জাদুতে কিছুটা হলেও যেন শান্তি খুঁজে পেয়েছেন বহু ভক্ত৷ এরপর তাঁকে সামনে থেকে দেখার ও শোনার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই৷ অরিজিৎ নিজেও এই শো নিয়ে খুবই আশাবাদী৷ সঙ্গীতের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাওয়ার কথা বলছেন শিল্পী৷ ৩০ অগাস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি৷ যদিও এক্ষেত্রে হলের ৫০ শতাংশ ছাড় মিলেছে শোয়ের জন্য৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2021 2:38 PM IST