Kichu Kichu Kotha: 'স্মার্ট প্রযোজনা আর মেলডিতে বাঁধতে চেয়েছিলাম নতুন প্রজন্মকে',স্মার্ত মজুমদারের কণ্ঠে 'কিছু কিছু কথা'

Last Updated:

দেবজিৎ রায়ের সুরে গানটি গেয়েছেন স্মার্ত (Smartya Majumder) ৷

#কলকাতা: মুক্তি পেল সঙ্গীত শিল্পী স্মার্ত মজুমদারের (Smartya Majumder) মিউজিক অ্যালবাম কিছু কিছু কথা (Kichu Kichu Kotha)৷ এই গানের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যেতে চান শিল্পী ও তাঁর টিম৷ তাই তো স্মার্তর কথায় মেলডির সঙ্গে স্মার্ট প্রেজেনটেশনের (Melody with smart presentation) মিশেল চেয়েছিলাম আমরা সকলে৷ যাতে গানটা শ্রুতি মধুর হয় এবং ভিডিওটি চট করে ছুঁয়ে যেতে পারে জেন ওয়াইয়ের মন৷ রবিবার, ২৯ অগাস্ট মুক্তি পেয়েছে এই কিছু কিছু কথা অ্যালবামটি৷
advertisement
দেবজিৎ রায়ের সুরে গানটি গেয়েছেন স্মার্ত৷ শুরু থেকেই এই গানটির জন্য স্মার্তকেই বেছে নিয়েছিলেন সুরকার দেবজিৎ (Devjit Roy)৷ গানটি লিখেছেন সৈকত কুন্ডু৷ এই গানটির মধ্যে দিয়ে পুরনো দিনের মেলডিকে ধরতে চেয়েছিলেন সঙ্গীত পরিচালক৷ 'অনেকেই তো বলেন যে এখন যে গান হয়, তার মধ্যে মাধুর্যের অভাব থাকে৷' বলছেন স্মার্ত৷ 'তাই এমনভাবে সুর দেওয়া হয়েছে, যা মন ছুঁয়ে যায়, একবার শুনলেই৷ এবং তারপর আপনা আপনিই গুনগুন করবেন শ্রোতারা৷ প্রথমদিন থেকে এমন সাড়াও পেয়েছি৷' উচ্ছ্বাস ধরা পড়েছে স্মার্তর গলায়৷
advertisement
তবে শুধু গানের সুরের দিকটাই যে সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে, তা নয়৷ সমানভাবে খুবই বেছে এবং যত্নে তৈরি হয়েছে গানের ভিডিওটি৷ একেবারে ঝাঁ চকচকে ভিডিও অ্যালবাম তৈরি করেছেন সুচন্দ্রা ভানিয়া (Suchandra Vaaniya) ও চন্দ্রোদয় পাল (Chandradoy Pal)৷ এবং অবশ্যই এই ভিডিও-তে ফুটে উঠেছে প্রেমের এক গল্প৷ প্রেমে ভাঙন এবং তারপর আবার ফিরে আসা, চিরাচরিত গল্পের উপর ভরসা রেখেছেন জাস্ট স্টুডিওর সুচন্দ্রা৷ ৮ দিন ধরে চলেছে মিউজিক ভিডিও শ্যুট৷
advertisement
এর আগে বেশ কিছু নিজের গানে স্মার্তকেই দেখা গিয়েছে অভিনয় করতে৷ এখানে ব্যাতিক্রম হল কেন? কিছুটা হেসে শিল্পী জানালেন, 'আমি তো অনেকবার ক্যামেরার সামনে এসেছি৷ এবার অন্যরকম চাইছিলাম৷ আর আমায় তো দেখা গিয়েছে এই মিউজিক অ্যালবামে এবং একদম আমার ভূমিকায়, গান গাইতে৷' আসলে এই মিউজিক ভিডিওটি খুব আধুনিক ভাবে তৈরি করেছেন সুচন্দ্রা৷ গানের সঙ্গে বেঁধেছেন সুন্দর প্রেমের গল্প৷ মানব ও পায়েল মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে কিছু কিছু কথায়৷
advertisement
জাস্ট স্টুডিওর হয়ে সুচন্দ্রা খুবই উন্নতমানের কাজ করছেন এবং আগামিদিনে আরও কিছু ভাল প্রোজেক্ট দর্শকদের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kichu Kichu Kotha: 'স্মার্ট প্রযোজনা আর মেলডিতে বাঁধতে চেয়েছিলাম নতুন প্রজন্মকে',স্মার্ত মজুমদারের কণ্ঠে 'কিছু কিছু কথা'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement