ক্যাকটাসের জন্মদিনে প্রকাশিত নতুন গানে সিধু-পটা আবার একসঙ্গে
- Published by:Pooja Basu
Last Updated:
পায়ে পায়ে উনত্রিশ বছর হল বাংলা রক ব্যান্ড ক্যাকটাস-এর।
#কলকাতা: ক্যাকটাসের (Cactus Bengali Band) জন্মদিনে প্রকাশিত নতুন গানে সিধু-পটা আবার একসঙ্গে৷ পায়ে পায়ে উনত্রিশ বছর হল বাংলা রক ব্যান্ড ক্যাকটাস-এর। বাংলা রক মিউজিকে ক্যাকটাস একটা ব্র্যান্ড। বাংলা ব্যান্ডের গানের অন্যতম সফল গ্রুপ ক্যাকটাস। জন্মদিনে নতুন গান ছিঃ ছিঃ ছিঃ মুক্তি পেল। সতেরো বছর পর আবার এক সাথে সিধু আর পটা, ক্যাকটাস-এর নতুন গানে এলেন। ক্যাকটাসের বর্তমান লাইনআপে রয়েছেন গিটারে বৈদুর্য্য চৌধুরী, সম্রাট বন্দ্যোপাধ্যায়, বেস গিটারে প্রশান্ত মাহাতো, কিবোর্ডে সায়ন্তন চট্টোপাধ্যায়, ড্রামসে অর্ণব দাশগুপ্ত। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জি আর রত্ন।
নতুন গানের বিষয়ে বলতে গিয়ে সিধু বলেন, 'মূলত গানটা বিভিন্ন রাজনৈতিক নীতি যা জনসাধারণের সমর্থন না থাকলেও মেনে নিতে হয়, সেই সিস্টেমের বিষয়ে। যেমন ডোনাল্ড ট্রাম্প বললেন মাস্ক পড়ার প্রয়োজন নেই, জো বাইডেন এসে বললেন মাস্ক পড়ুন। ইতিমধ্যে কোভিড যা ছড়ানোর ছড়িয়ে গেল। এদেশে হঠাৎ মনে হল কুম্ভ মেলা হওয়া দরকার, কেউ বললেন ভোট হওয়া দরকার। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। কোভিড বাড়তেই সরকার বললেন সবাই বাড়িতে থাকুন। সরকারি কর্মী ছাড়া বাকিদের রুজি রোজগার কী হবে কেউ জানে না। শিক্ষা ব্যবস্থার কী হবে সবই অনিশ্চয়তায় ভরা। এই পরিস্থিতিতে গানের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধড়েছি।'
advertisement
advertisement
সিধু-পটার গান ক্যাকটাসে আবার ফিরে এল। এই নিয়ে সিধু বলেন,'সতেরো বছর পর ক্যাকটাসের গান করলাম এক সাথে। এর আগে ২০০৪ এ রাজার রাজা অ্যালবামে দুজনে একসাথে গেয়েছিলাম। একটা লম্বা সময় পর আবার ক্যাকটাস-এর গানে দুজনে ফিরলাম।ওর সাথে ক্যাকটাস-এর নতুন গান করা একটা ইমোশনাল কানেকশন তো আছে বটেই। আমাদের প্রথম অ্যালবাম প্রকাশ পায় ১৯৯৯ সালে এইচ.এম.ভি থেকে। হলুদ পাখি ভীষণই জনপ্রিয় হয়। নীল নির্জনে প্রথম সিধু-পটা জুটির কাজ মানুষ সামনে থেকে দেখেন।'

advertisement
আগামী দিনের ভাবনা নিয়ে পটা বললেন, 'নতুন গানের কাজ শুরু করেছি। এই বছরের শেষে অথবা পরের বছরের শুরুতেই নতুন গান প্রকাশ করার চিন্তা ভাবনা রয়েছে। এখন এই ছিঃ ছিঃ ছিঃ এর সাফল্য উপভোগ করছি।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2021 6:46 PM IST