বিগবসের ঘরে বাসন মেজে সলমনের আয় ৬০০ কোটি টাকা, বিস্ফোরক হিমাংশি খুরানা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া, দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও
#মুম্বই: তিনি বিগবস থেকে বিদায় নিয়েছেন ৷ ফের ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে বিগবসের ঘরে প্রবেশ করেছিলেন ৷ বিগবসের ঘর নানা ঘটনার সাক্ষি রয়েছে এতদিন ধরে ৷ রশিদ আসিমের ভালবাসার স্বীকারোক্তি হিমাংসির প্রতি যার উত্তরে হিমাংশি জানিয়েছেন যে তিনি রশিদকে শুধুমাত্র বন্ধু হিসাবেই দেখেন ৷ বিগবসের বাড়ি থেকে বেরনোর সময়ে তিনি সলমন খান সম্পর্কে বিতর্কিত বয়ান দিয়েছিলেন ৷
এটিকে অনেকে প্রভোকেটিভ বয়ানও বলেছেন ৷ হিমাংশি খুরানা বিগবসের ঘরে সলমন খানের বিগবসের বাড়িতে বাসপত্র মাজার জন্য ৬০০ কোটি টাকা দাবি করেছিলেন ৷ গত সপ্তাহেই বিগবসের ঘরে সদস্যদের মধ্যে গিয়ে নিজের মধ্যে ঝামেলা বা মনমালিন্য মেটানো বিগবসের ঘরে গিয়েছিলেন ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিওতে সলমন খানকে বাসন মাজতে দেখা গিয়েছে ৷ এই ঘটনার প্রেক্ষিতেই সলমনকে টার্গেট করেছেন হিমাংশি ৷
advertisement
advertisement
হিমাংশি খুরানা সেলুনে বসে বন্ধুদের সঙ্গে বিগবস নিয়ে কথা বলছিলেন ৷ তিনি বলেছিলেন সলমনের বাসন মাজার নাটকটি বেশ ভাল এর জন্য ৬০০ কোটি টাকা পেয়েছেন ৷ তাঁর ভিডিওটি এখন বিগবসের হট টপিক হয়েছে ৷
Listen dear!!! I have found this on Instagram!!Real face of #HimanshiKhurana
In the video: Hemanshi- haath khrab ho gaye bb me bartan dhote dhote Video maker-salman khan bhi to gaya tha vo kya natak kar raha tha Hemanshi-use to 6cr milte hai or sb to extension bhi ho gaya. pic.twitter.com/6tzpMWK7SY — Natasha roy (@Natasha60175846) January 5, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 9:45 AM IST