বিগ বি-আরাধ্যর ভিডিও চ্যাট

Last Updated:

মা ঐশ্বর্য ও বাবা অভিষেকের সঙ্গে যখনই দেশ ছেড়ে পাড়ি দেয় ছোট্ট আরাধ্য ৷ তখন নাকি দাদুর সঙ্গে কথা বলার জন্য যখন তখন বায়না ধরে আরাধ্য ৷ অন্যদিকে প্রতিদিন নাতনির দেখা না পেলে, দাদু বচ্চনের অবস্থায় নাকি হয় খারাপ ৷ তাই দাদু ও নাতনির বায়না মেটাতে তৎপর হয়ে অভিষেক-ঐশ্বর্য আরাধ্যকে বসিয়ে দেন ল্যাপটপের সামনে উল্টো দিকে অমিতাভ

#মুম্বই: যেদিন থেকে ঐশ্বর্য হয়েছেন ছেলের বউ, সেদিন থেকেই একটু একটু করে পাল্টাতে শুরু করেছিলেন বিগ বি ৷ আর নাতনি আরাধ্যর জন্মানোর পর যেন, বিগবি পেলেন একেবারে নতুন রূপ ৷ নাতনি আরাধ্যকে নিয়ে প্রচুর কিছু করতে চান, বচ্চন দাদু ৷ সে কথা বহুবার জানিয়েছেন তিনি৷ তবে এবার যেন দাদুর ভালোবাসার বিনিময়ে, নাতনির ভালোবাসা দেওয়ার পালা ৷ বিগবি-র নাতনি  বলে কথা, এই ভালোবাসা সাধারণ হবে! একেবারেই নয় ৷ আরাধ্যর ভালোবাসা যেন একবারে হাই-ফাই টেকনোলজি!
মা ঐশ্বর্য ও বাবা অভিষেকের সঙ্গে যখনই দেশ ছেড়ে পাড়ি দেয় ছোট্ট আরাধ্য ৷ তখন নাকি দাদুর সঙ্গে কথা বলার জন্য যখন তখন বায়না ধরে আরাধ্য ৷ অন্যদিকে প্রতিদিন নাতনির দেখা না পেলে, দাদু বচ্চনের অবস্থায় নাকি হয় খারাপ ৷ তাই দাদু ও নাতনির বায়না মেটাতে তৎপর হয়ে অভিষেক-ঐশ্বর্য আরাধ্যকে বসিয়ে দেন ল্যাপটপের সামনে উল্টো দিকে অমিতাভ ৷ যেখানেই থাকুক না কেন আরাধ্য , ফেসটাইম -স্কাইপে দাদুকে চাই তার রোজ রোজ ৷ অমিতাভ জানিয়েছেন, ‘যতই আমি ঘণ্টায় ঘণ্টায় ট্যুইট করি না কেন ৷ ফেসটাইম আ স্কাইপটা এখনও তেমন বুঝে উঠতে পারিনি৷ তবে নাতনি আরাধ্য-র জন্য হয়তো এটাও শিখে যাব জলদি!’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিগ বি-আরাধ্যর ভিডিও চ্যাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement