বিগ বি-আরাধ্যর ভিডিও চ্যাট
Last Updated:
মা ঐশ্বর্য ও বাবা অভিষেকের সঙ্গে যখনই দেশ ছেড়ে পাড়ি দেয় ছোট্ট আরাধ্য ৷ তখন নাকি দাদুর সঙ্গে কথা বলার জন্য যখন তখন বায়না ধরে আরাধ্য ৷ অন্যদিকে প্রতিদিন নাতনির দেখা না পেলে, দাদু বচ্চনের অবস্থায় নাকি হয় খারাপ ৷ তাই দাদু ও নাতনির বায়না মেটাতে তৎপর হয়ে অভিষেক-ঐশ্বর্য আরাধ্যকে বসিয়ে দেন ল্যাপটপের সামনে উল্টো দিকে অমিতাভ
#মুম্বই: যেদিন থেকে ঐশ্বর্য হয়েছেন ছেলের বউ, সেদিন থেকেই একটু একটু করে পাল্টাতে শুরু করেছিলেন বিগ বি ৷ আর নাতনি আরাধ্যর জন্মানোর পর যেন, বিগবি পেলেন একেবারে নতুন রূপ ৷ নাতনি আরাধ্যকে নিয়ে প্রচুর কিছু করতে চান, বচ্চন দাদু ৷ সে কথা বহুবার জানিয়েছেন তিনি৷ তবে এবার যেন দাদুর ভালোবাসার বিনিময়ে, নাতনির ভালোবাসা দেওয়ার পালা ৷ বিগবি-র নাতনি বলে কথা, এই ভালোবাসা সাধারণ হবে! একেবারেই নয় ৷ আরাধ্যর ভালোবাসা যেন একবারে হাই-ফাই টেকনোলজি!
মা ঐশ্বর্য ও বাবা অভিষেকের সঙ্গে যখনই দেশ ছেড়ে পাড়ি দেয় ছোট্ট আরাধ্য ৷ তখন নাকি দাদুর সঙ্গে কথা বলার জন্য যখন তখন বায়না ধরে আরাধ্য ৷ অন্যদিকে প্রতিদিন নাতনির দেখা না পেলে, দাদু বচ্চনের অবস্থায় নাকি হয় খারাপ ৷ তাই দাদু ও নাতনির বায়না মেটাতে তৎপর হয়ে অভিষেক-ঐশ্বর্য আরাধ্যকে বসিয়ে দেন ল্যাপটপের সামনে উল্টো দিকে অমিতাভ ৷ যেখানেই থাকুক না কেন আরাধ্য , ফেসটাইম -স্কাইপে দাদুকে চাই তার রোজ রোজ ৷ অমিতাভ জানিয়েছেন, ‘যতই আমি ঘণ্টায় ঘণ্টায় ট্যুইট করি না কেন ৷ ফেসটাইম আ স্কাইপটা এখনও তেমন বুঝে উঠতে পারিনি৷ তবে নাতনি আরাধ্য-র জন্য হয়তো এটাও শিখে যাব জলদি!’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2015 1:51 PM IST