Home /News /entertainment /
Bidisha De Majumder : চলে গেলেন বিদিশা, রয়ে গেল বন্ধুর জন্মদিনের পার্টি থেকে পাঠানো তাঁর নববর্ষের শুভেচ্ছা

Bidisha De Majumder : চলে গেলেন বিদিশা, রয়ে গেল বন্ধুর জন্মদিনের পার্টি থেকে পাঠানো তাঁর নববর্ষের শুভেচ্ছা

Bidisha De Majumder

Bidisha De Majumder

Bidisha De Majumder : এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি৷ বিদিশার অকাল রহস্যমৃত্যুতে নতুন করে ভাইরাল তাঁর সেই ফেসবুক লাইভ৷

 • Share this:

  কলকাতা : তাঁর প্রজন্মের আর পাঁচ জন তরুণীর মতোই বন্ধুদের সঙ্গে মিলে মিশে আনন্দ করতে ভালবাসতেন বিদিশা দে মজুমদার৷ চাইতেন প্রতি মুহূর্তকে উপভোগ করতে৷ তার হদিশ ছড়িয়ে আছে সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলের ইতিউতি৷

  সেখানে গত ১৫ এপ্রিল সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন বিদিশা৷ এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি৷ বিদিশার অকাল রহস্যমৃত্যুতে নতুন করে ভাইরাল তাঁর সেই ফেসবুক লাইভ৷

  লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে এক জায়গায় জড়ো হয়েছেন বিদিশা ও তাঁর অন্যান্য বন্ধুরা৷ পার্টিতে চলছে উদ্দাম গান৷ বন্ধুর কেক কাটার হুল্লোড়ের মাঝে বিদিশাকে দেখা যাচ্ছে কালো নেটের স্বচ্ছ পোশাকে৷

  আরও পড়ুন : কনের সাজে অন্যদের মুগ্ধ করলেও বিদিশার নিজের আর ঘর বাঁধা হল না

  বেলুন দিয়ে সাজানো পার্টির ছবি ভিডিওবন্দি করেছেন বিদিশা৷ ধরা পড়েছে বন্ধুদের সম্মিলিত হৈ চৈ ও আনন্দ৷ স্ট্রেট হেয়ার, হাল্কা মেক আপে সজ্জিত বিদিশা নিজেও মেতে উঠেছিলেন পার্টির আনন্দ মুহূর্তে৷

  আরও পড়ুন : ‘পথের পাঁচালী’-র দুর্গা থেকে মিশরীয় দেবী, বিভিন্ন সাজে নিজেকে সাজাতেন বিদিশা

  আরও পড়ুন : ‘মানতে পারছি না’, পল্লবীর রহস্যমৃত্যুতে মাত্র ১০ দিন আগে লেখেন বিদিশা

  তারই মাঝে পার্টির ফাঁকে একটু আলাদা হয়ে গেলেন বিদিশা৷ খুঁজে নিলেন অনুরাগীদের বাংলা নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পরিসর৷ অনুরাগীদের তিনি ১৪২৯ বঙ্গাব্দের শুভেচ্ছা জানান৷ কামনা করেন, সকলের অপূর্ণ ইচ্ছে যেন এ বছরে পূর্ণ হয়৷ ধন্যবাদ জানান মন্তব্যবাক্সে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য৷ তার পর আার মিশে যান পার্টির হুল্লোড়ে৷ তখন কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এই বঙ্গাব্দ সম্পূর্ণ দেখতে পাবেন না বিদিশা নিজেই৷ নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর এক মাসেরও কম সময়ের মধ্যে চিরতরে চলে গেলেন বিদিশা৷ তাঁর এই চলে যাওয়া ঘিরে ক্রমেই জমছে রহস্যের পারদ৷ চলে গেলেন বিদিশা৷ রয়ে গেল তাঁর ভিডিও৷ এবং নতুন বছরের শুভেচ্ছা৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Bidisha De Majumder

  পরবর্তী খবর