Bidisha De Majumder Looks:‘পথের পাঁচালী’-র দুর্গা থেকে মিশরীয় দেবী, বিদিশার বিভিন্ন সাজের ছবি ছড়িয়ে তাঁর প্রোফাইলে

Last Updated:
Bidisha De Majumder Looks: তাঁর সাজে বার বার মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ কিন্তু মনের কোণে লুকিয়ে রাখা অভিমানের আঁচ কাউকে টের পেতে দেননি বিদিশা
1/16
কখনও সাবেকিয়ানা৷ কখনও আধুনিকা৷ নানা বেশে সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন বিদিশা৷ সাজ পাল্টেছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে৷ তাঁর প্রতিটি লুকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা৷ ২১ বছর বয়সি এই মডেল অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন৷
কখনও সাবেকিয়ানা৷ কখনও আধুনিকা৷ নানা বেশে সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন বিদিশা৷ সাজ পাল্টেছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে৷ তাঁর প্রতিটি লুকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা৷ ২১ বছর বয়সি এই মডেল অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন৷
advertisement
2/16
কনের সাজে সেজেছিলেন সম্প্রতি৷ ক্যাপশনে দিয়েছিলেন এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় গান বেলাশুরু ছবির ‘ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা / সাহেব বাবুর বউ এয়েছে দেখতে ভারী খাসা’৷
কনের সাজে সেজেছিলেন সম্প্রতি৷ ক্যাপশনে দিয়েছিলেন এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় গান বেলাশুরু ছবির ‘ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা / সাহেব বাবুর বউ এয়েছে দেখতে ভারী খাসা’৷
advertisement
3/16
স্লিটেড গাউন পরা এই ছবিতে বিদিশা লিখেছেন তিনি নিজের প্রেমেও পড়েন৷
স্লিটেড গাউন পরা এই ছবিতে বিদিশা লিখেছেন তিনি নিজের প্রেমেও পড়েন৷
advertisement
4/16
প্রাচীন মিশরীয় দেবীর সাজে সজ্জিত হতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত
প্রাচীন মিশরীয় দেবীর সাজে সজ্জিত হতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত
advertisement
5/16
আনমনে তোলা ক্যাজুয়াল ছবিতে কখনও কখনও ক্যাপশনও দিতেন না বিদিশা
আনমনে তোলা ক্যাজুয়াল ছবিতে কখনও কখনও ক্যাপশনও দিতেন না বিদিশা
advertisement
6/16
কোনও ছবিতে তিনি ধরা দিয়েছেন পূজারিণী বেশে
কোনও ছবিতে তিনি ধরা দিয়েছেন পূজারিণী বেশে
advertisement
7/16
এলোচুলে এই ছবিতে তিনি বনমালীকে পরজনমে রাধা হওয়ার জন্য বলেছেন
এলোচুলে এই ছবিতে তিনি বনমালীকে পরজনমে রাধা হওয়ার জন্য বলেছেন
advertisement
8/16
অনগ্রসর, পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে কাটানো সময়টাই তাঁর আনন্দ৷ লিখেছেন বিদিশা
অনগ্রসর, পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে কাটানো সময়টাই তাঁর আনন্দ৷ লিখেছেন বিদিশা
advertisement
9/16
‘আমি তোমার জগতে এসে তাকে নিজের নগরী করে তুলতে চাই৷’ গোলাপবালা হয়ে এ কথাই বলতে চান তিনি
‘আমি তোমার জগতে এসে তাকে নিজের নগরী করে তুলতে চাই৷’ গোলাপবালা হয়ে এ কথাই বলতে চান তিনি
advertisement
10/16
পুরীর সৈকতে নিজের মতো আনন্দে বিদিশা
পুরীর সৈকতে নিজের মতো আনন্দে বিদিশা
advertisement
11/16
যে কোনও সাজেই নিজেকে মানিয়ে নিতেন বিদিশা
যে কোনও সাজেই নিজেকে মানিয়ে নিতেন বিদিশা
advertisement
12/16
একাধিকবার বিয়ের কনের সাজে নিজেকে মেলে ধরেছেন তিনি
একাধিকবার বিয়ের কনের সাজে নিজেকে মেলে ধরেছেন তিনি
advertisement
13/16
মডেল হিসেবে পরিশ্রমী ছিলেন তিনি
মডেল হিসেবে পরিশ্রমী ছিলেন তিনি
advertisement
14/16
তাঁর সাজে বার বার মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ কিন্তু মনের কোণে লুকিয়ে রাখা অভিমানের আঁচ কাউকে টের পেতে দেননি বিদিশা
তাঁর সাজে বার বার মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ কিন্তু মনের কোণে লুকিয়ে রাখা অভিমানের আঁচ কাউকে টের পেতে দেননি বিদিশা
advertisement
15/16
মাথায় কৃত্রিম ফুলের সজ্জা৷ পরনে কালো গাউন৷ বিদিশা যেন রূপকথার অভিমানিনী রাজকন্যা৷
মাথায় কৃত্রিম ফুলের সজ্জা৷ পরনে কালো গাউন৷ বিদিশা যেন রূপকথার অভিমানিনী রাজকন্যা৷
advertisement
advertisement
advertisement