Bhaswar Chatterjee: ভাস্বর এ বার মীরাবাঈয়ের পথের কাঁটা, শেয়ার করলেন খলনায়ক-দর্শন

Last Updated:

পর্দায় আবার খলনায়কের ভূমিকায় ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ৷ শেয়ার করলেন তাঁর আগামী ধারাবাহিকের রূপ ৷

কলকাতা : দীর্ঘ অতিমারি পর্বে নিজেকে উজাড় করে দিয়েছেন সমাজসেবায় ৷ কিন্তু পর্দায় আবার খলনায়কের ভূমিকায় ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ৷ শেয়ার করলেন তাঁর আগামী ধারাবাহিকের রূপ ৷
মুণ্ডিত মস্তক, চন্দনচর্চিত কপালে লাল বিন্দু জ্বলজ্বল করছে ৷ লাল পট্টবস্ত্রের সঙ্গী রুদ্রাক্ষ অলঙ্কার ৷  আমাদের মনে কৌটিল্য বা চাণক্যের যে রূপ, সেই সাজেই ধরা দিয়েছেন তিনি ৷
তবে অভিনীত চরিত্র চাণক্য নয় ৷ আসন্ন ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-য় ভাস্বর রাজপুত রাজপুরোহিত ৷ কট্টর শাক্ত এই পুরোহিত বাধা দেবে কুলবধূ মীরার কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ধর্মাচরণে ৷ অর্থাৎ ধারাবাহিকের অন্যতম খলনায়ক ভাস্বর ৷
advertisement
advertisement
সুদর্শন এই অভিনেতা এর আগেও খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ৷ সব ধরনের চরিত্রেই তাঁর যাতায়াত অনায়াস ৷ বাংলা টেলিভিশনের পর্দায় তাঁর যাত্রা শুরু দীর্ঘ কয়েক দশক আগে ৷ ১৯৯৮ সালে প্রথম অভিনয় করেন ‘জলতরঙ্গ’ ধারাবাহিকে ৷ এর পর তিনি নজর কাড়েন ‘কনকাঞ্জলি’ ধারাবাহিকে ৷ ভাস্বর অভিনীত জনপ্রিয়তম ধারাবাহিকের মধ্যে আছে ‘সোনার হরিণ’, ‘মা’, ‘অগ্নিপরীক্ষা’, ‘ইষ্টিকুটুম’, ‘কেয়রাতার নৌকো’, ‘বিন্নি ধানের খই’, ‘কাছে আয় সই’ এবং ‘পটলকুমার গানওয়ালা’ ৷
advertisement
পৌরাণিক ধারাবাহিকেও ভাস্বরের অভিনয় প্রশংসিত হয়েছে উচ্ছ্বসিত ৷ ‘জয় বাবা লোকনাথ’-এ তাঁর রূপ ও অভিনয় মন জয় করেছিল টেলিদর্শকদের ৷ ভাস্বরের ছবির মধ্যে উল্লেখযোগ্য হল ‘আলো’, ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’, ‘বালিগঞ্জ কোর্ট’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘যেখানে ভূতের ভয়’ এবং ‘অ্যাবি সেন’৷
‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ কবে থেকে সম্প্রচারিত হবে, জানানো হয়নি ৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকে সাধিকা মীরার শৈশবের ভূমিকায় অভিনয় করছে ‘ভুতু’ আর্শিয়া মুথোপাধ্যায় ৷ প্রাপ্তবয়স্ক মীরাবাঈয়ের ভূমিকায় দেখা যাবে দেবাদৃতা বসুকে ৷
advertisement
ভাস্বরের রাজপুরোহিত বেশে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ অনেকেই বলেছেন, তাঁকে দেখে চাণক্যর কথাই মনে পড়ছে৷ দর্শকরা অপেক্ষায়, পর্দায় ভাস্বরের পৌরহিত্য দেখার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee: ভাস্বর এ বার মীরাবাঈয়ের পথের কাঁটা, শেয়ার করলেন খলনায়ক-দর্শন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement