Bhaswar Chatterjee on Tarun Majumdar || 'আলো' আমার সারাজীবনের সংগ্রহ হয়ে রইল : সুখস্মৃতি ভাগ করে নিলেন ভাস্বর চট্টোপাধ্যায়

Last Updated:

Bhaswar Chatterjee on Tarun Majumdar || আছে বিজলীতে আলো মুক্তি পাওয়ার ঠিক আগে আমাদের বলেছিলেন, 'এই যুগে আমার এই ছবি কি কেউ দেখবে?' মুক্তি পাওয়ার পর যা হল তা ইতিহাস। নতুন প্রজন্মও ওঁর হাত ধরে বলত, 'কেন এত কাঁদালেন?'

''কী বলব, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না।"
চিত্র পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন আলোর দিনগুলোর কথা৷ "আজ থেকে ঠিক ২০ বছর আগে আমার ল্যান্ডলাইনটা বেজে উঠেছিল আর ওপাশ থেকে একজনের গলা- 'আমি তরুণ মজুমদার বলছি। আমার অফিসে একবার আসতে পারবেন?' গলা দিয়ে আওয়াজ বেরোয়নি ১ মিনিট। যেদিন আলো সাইন করেছিলাম সেদিন চোখের জল ধরে রাখতে পারিনি, ওঁর ছবিতে কাজ করা মানে অনেক কিছু পাওয়া। সত্যি তো তাই। বকুনি খেয়েছি, ভালবাসা পেয়েছি ঢের। আলো ছবির স্ক্রিপ্টের এক অংশ আমার কাছে আছে যা সারা জীবনের সংগ্রহ হয়ে রইল। মনে আছে বিজলীতে আলো মুক্তি পাওয়ার ঠিক আগে আমাদের বলেছিলেন, 'এই যুগে আমার এই ছবি কি কেউ দেখবে?' মুক্তি পাওয়ার পর যা হল তা ইতিহাস। নতুন প্রজন্মও ওঁর হাত ধরে বলত, 'কেন এত কাঁদালেন?'
advertisement
ভাল থাকবেন জ্যেঠু।"
advertisement
আরও পড়ুন: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...
মনে পড়ে গেল আদরের কাঙাল সেই নরম মেয়েটির গল্প৷ যাকে দেখে ভুরু কুঁচকে ছিল সবাই৷ আর যে সবাইকে দিয়েছিল আঁজলা ভরা ভালবাসা৷ দিনের শেষে যে বিশ্বাস করেছিল একটাই কথা, "আমরা ফুরায়ে যাই, প্রেম তুমি হয়ো না আহত৷" বিভূতিভূষণ কিন্নরদলে লিখেছিলেন, "গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক, কেউ কারও ভাল দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না।" অথচ এই 'গরিব' আর 'কুচুটে' মানুষগুলোই কী নিবিড় ভালবেসে ফেলেছিল তাকে৷ "শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিদিকে পরাবে বলে—গান গাইবার সময়ে সে আবার সেটা বৌয়ের গলায় আলগোছে পরিয়ে দিল—সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বৌয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মায়ের মনে হলো এই মেয়েটিই সেই মীরাবাই, অনেককাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গেয়ে শোনাচ্ছে।" লাইনগুলো বিভূতিভূষণেরই, আর এঁকেছিলেন তরুণ মজুমদার৷ 'শ্রীপতির বউ' হয়ে উঠেছিল তাদের আপনজন৷ "ঐ মেয়েটি কোথা থেকে দুদিনের জন্যে এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ, কুটিলভাবে পরিবর্তন এনে দিয়েছিল, সে পরিবর্তন যে কতখানি," তা বোঝা গিয়েছিল সেদিনই যেদিন আচমকাই ফুরিয়েছিল তার রাত৷ আলো চলে গিয়েছিল, থেকে গিয়েছিল তার কিন্নরদল৷ আজ আরও এক আলো নিভল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee on Tarun Majumdar || 'আলো' আমার সারাজীবনের সংগ্রহ হয়ে রইল : সুখস্মৃতি ভাগ করে নিলেন ভাস্বর চট্টোপাধ্যায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement