হোম /খবর /বিনোদন /
কে ফের সিংহাসনে 'অনুরাগের ছোঁয়া' না 'জগদ্ধাত্রী'? দেখে নিন

Bengali Serial TRP: 'মিঠাই'-এর টিআরপি তলানিতে! কে ফের সিংহাসনে 'অনুরাগের ছোঁয়া' না 'জগদ্ধাত্রী'? দেখে নিন

টিআরপিতে বড় চমক

টিআরপিতে বড় চমক

তলানিতে 'মিঠাই'-এর টিআরপি। শুধু মিঠাই না কমেছে 'গাঁটছড়া' ও 'বাংলা মিডিয়াম'-এর টিআরপিও। কিন্তু সবাই কে চমক দিয়ে 'সোহাগ জল'  উঠে এসেছে অষ্টম স্থানে। 

  • Share this:

কলকাতা: সূর্য-দীপা আবারও বেঙ্গল টপার। টিআরপি তালিকায় কোন মেগাই টক্কর দিতে পারছে না 'অনুরাগের ছোঁয়া'কে। ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য সোনাকে দীপার কাছে রেখে এসেছে। দীপা সোনার দেখাশোনা করতে গিয়ে রূপার প্রতি খুব বেশি নজর দিতে না পারায় স্কুলেই অসুস্থ হয়ে পড়ে রূপা। সেই সময় সূর্য তাদের স্কুলে উপস্থিত থাকায় রূপার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গিয়ে ঘটনাচক্রে জেনে যায় যে রূপার মা আসলে দীপা। তারপর সূর্য তার চিকিৎসা করে হাসপাতালে নিয়ে গিয়ে। তাকে সুস্থ করে তোলে এবং নিজের বাড়িতে নিয়ে যায়। সব জানা সত্ত্বেও শুধু দীপার মুখ থেকে সত্যিটা শোনার জন্য সূর্য সবটা না জানার ভান করে। রূপাকে এক প্রকার জোর করে নিজের কাছে রেখে দেয়।

দীপা রূপাকে নিতে এলে সূর্য জানায় যে রূপার মা-বাবা এলে তখনই রূপাকে আবার বাড়ি পাঠাবে সূর্য। যতদিন না তার মা-বাবা আসছে ততদিন পর্যন্ত সূর্যর কাছেই থাকবে রূপা। সত্যি কথাটা না বলতে পেরে মনকষ্টে ভুগতে থাকে দীপা। অন্যদিকে নতুন প্রমোতে দেখা গিয়েছে ঘটনাচক্রে দীপা জানতে পেরে যায় যে সে জমজ সন্তানের জন্ম দিয়েছিল। এক মেয়ে রূপার কথা সে জানে কিন্তু আরেক মেয়ে কে? তবে কী সোনাই তার আর এক মেয়ে সন্দেহ জাগে তার মনে। এই প্রশ্নের উত্তর পেতেই দীপা ছুটে যায় সূর্যর বাড়ি। সবটা মিলিয়ে 'অনুরাগের ছোঁয়া'য় গল্পের নতুন মোড়। টানটান উত্তেজনায় ভরা এই মেগাকে টক্কর দিতে পারছে না অন্য কোনও ধারাবাহিক।

আরও পড়ুন- মেগার নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে

'জগদ্ধাত্রী'তে আবারও নতুন কেস সলভ করতে জগদ্ধাত্রীর ডাক পরেছে রামকিঙ্কর লাহার বাড়িতে। অন্যদিকে উৎসব অন্তর্ধান রহস্যের পিছনে স্বয়ম্ভূর হাত আছে এমনটাই মনে করছে সাধু দা। তা নিয়ে তিনি এক প্রকার জেরা করছেন স্বয়ম্ভূকে। সবটা মিলিয়ে এই সপ্তাতেও মেগার লড়াইয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে 'জগদ্ধাত্রী'।

'নিম ফুলের মধু'তে বড় চমক পর্ণাকে কাজের সূত্রে যেতে হয়েছে সুন্দরবন সঙ্গে গেছে তার বন্ধু স্যান্ডিও। এই সুযোগকে কাজে লাগিয়ে তিন্নি পর্ণা ও স্যান্ডির ছবি ফোটশপ করে সৃজনদের বাড়ির সবাইকে দেখায় যে পর্ণা ও স্যান্ডউই বিয়ে হয়ে গিয়েছে। এইসব দেখে সৃজনদের বাড়ি তুলকালাম শুরু হয়। অন্যদিকে, নতুন প্রোমোতে দেখানো হয়েছে সৃজনের মা তিন্নির সঙ্গে সৃজনের বিয়ে দিতে যাচ্ছে। সেই সময় তান্ত্রিকের বেশে পর্ণা এসে সেই বিয়ে আটকানোর চেষ্টা করছে। সবটা মিলিয়ে জমে উঠেছে 'নিম ফুলের মধু'। এই সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে।

আরও পড়ুন- জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টিআরপি তালিকার সেরা দশ

অন্যদিকে, তলানিতে 'মিঠাই-'এর টিআরপি। মিঠাইয়ের স্মৃতি ফিরছে না তার মধ্যেই ঘটছে নানা বিপত্তি। গল্প খুব বেশি এগোচ্ছে না তাই কী দর্শকরা আগ্রহ হারাচ্ছে ? শুধু মিঠাই না কমেছে 'গাঁটছড়া' ও 'বাংলা মিডিয়াম'-এর টিআরপিও। কিন্তু সবাই কে চমক দিয়ে সোহাগ জল  উঠে এসেছে অষ্টম স্থানে।

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম অনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী
তৃতীয়খেলনা বাড়ি
চতুর্থ গৌরী এলো, নিম ফুলের মধু 
পঞ্চমরাঙা বউ
ষষ্ঠপঞ্চমী
সপ্তম মেয়েবেলা
অষ্টম সোহাগ জল
নবম গাঁটছড়া, বাংলা মিডিয়াম
দশমমিঠাই
Published by:Sayani Rana
First published:

Tags: Bengali Serial TRP, Bengali TV TRP, TRP