Bengali Serial TRP: সিংহাসন হারাল জগদ্ধাত্রী! মিঠাইয়ের খুনিকে খুঁজে পাওয়া যাবে? জোর টক্করে কে সেরা, দেখুন TRP
- Published by:Teesta Barman
Last Updated:
ধারাবাহিক শেষ হতে চলল বলে রব উঠেছে চারদিকে। কিন্তু প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার পরেও ভাল ব্যাটিং করছে এককালীন বাংলা সেরা 'মিঠাই'।
কলকাতা: হারানো সিংহাসন আবারও খোয়াল 'জগদ্ধাত্রী'। পর পর সাত বার বেঙ্গল টপার হয়েও গত সপ্তাহ থেকে সেরার স্থান হাতছাড়া। অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া'-তে মগ্ন দর্শক। টানটান গল্প চলছে সূর্য-দীপার সংসারে।
'অনুরাগের ছোঁয়া'-তে দেখানো হচ্ছে, শাশুড়ির আয়োজন করা ফুল সাজানোর প্রতিযোগিতায় অংশ নিয়েছে দীপা। তার বানানো ফুলসজ্জাকেই প্রথম পুরস্কার দিতে চায় শাশুড়ি লাবণ্য। অন্যদিকে মিশকা দীপার নাম খারাপ করানোর চেষ্টা করে চলেছে। দুই মেয়ের জন্য কাছাকাছি আসছে সূর্য-দীপা।
advertisement
advertisement
কাঁকনকে গুলি করা হয়েছিল 'জগদ্ধাত্রী' মেগাতে। সে নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে জগদ্ধাত্রীকে তাঁর বাড়িতে বারবার কোণঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু বারবার সম্ভাবনা তৈরি হলেও কিছুতেই নায়িকার আসল পেশা, চরিত্র ফাঁস হচ্ছে না। তার ফলেই হতাশ হয়ে যাচ্ছেন দর্শকরা? বাংলা সেরার জায়গা ছেড়ে দিতে হচ্ছে পর পর দু'বার।
advertisement
ধারাবাহিক শেষ হতে চলল বলে রব উঠেছে চারদিকে। কিন্তু প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার পরেও ভাল ব্যাটিং করছে এককালীন বাংলা সেরা 'মিঠাই'। মিঠি আর শাক্যকে অপহরণ নিয়ে তোলপাড় ধারাবাহিকে। মিঠি মিথ্যে বলেছে যে মিঠাই। তার উদ্দেশ্য, মিঠাইয়ের খুনিকে ধরে ফেলা। কিন্তু দুষ্কৃতীরা মিঠিকে মিঠাই ভেবে গুলি করার চেষ্টা করে। কিন্তু সময়মতো পৌঁছে গিয়ে মিঠিকে বাঁচাতে পারবে কি সিদ্ধার্থ?
advertisement
বাকি কোন মেগা তালিকার কোথায়, দেখে নেওয়া যাক-
প্রথম স্থান | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় স্থান | জগদ্ধাত্রী |
তৃতীয় স্থান | খেলনা বাড়ি |
চতুর্থ স্থান | গৌরী এল |
পঞ্চম স্থান | পঞ্চমী, বাংলা মিডিয়াম |
ষষ্ঠ স্থান | নিমফুলের মধু |
সপ্তম স্থান | মিঠাই |
অষ্টম স্থান | আলতা ফড়িং |
নবম স্থান | গাঁটছড়া, রাঙা বউ |
দশম স্থান | এক্কা দোক্কা |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 3:33 PM IST