Bengali Serial TRP: 'অনুরাগের ছোঁয়া'র ম্যাজিক অটুট! বড় চমক 'কার কাছে কই মনের কথা'র, বিনোদনের টানটান এক সপ্তাহ

Last Updated:

এই সপ্তাহেও 'নিম ফুলের মধু' পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে এবারেও 'রাঙা বউ'। পাশাপাশি এই সপ্তাহে সকলকে চমক দিয়ে সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’।

এই সপ্তাহেও আবার টিআরপিতে মাত দিল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা আবার রূপাকে নিয়ে ছেড়েছে সেনগুপ্ত বাড়ি। অন্যদিকে, সোনা মিশকার কাছে গিয়েছে তার মা-বাবাকে মিলিয়ে দেওয়ার জন্য। সেই সুযোগে মিশকা সূর্যকে বোঝাতে চেষ্টা করছে সোনা হল দীপা-কবীরের সন্তান। অন্যদিকে প্রমোতে দেখানো হয়েছে সূর্য জানতে পেরে গিয়েছে যে সোনা আসলে দীপার মেয়ে, জন্মের পর লাবন্য তাকে লুকিয়ে নিয়ে আসে সূর্যর কাছে। সবটা জেনে গিয়ে রুদ্র মূর্তি ধরেছে সূর্য।
সবটা নিয়ে জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’ আবার সব মেগাকে পিছনে ফেলে সেরার সেরা। তবে নম্বর আগের সপ্তাহের তুলনায় অনেক কমেছে। এবার মেগার ঝুলিতে ৮.৪। তবে এই সপ্তাহেও রবিবারে টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ কে ছাপিয়ে যেতে পারেনি এই মেগা।
advertisement
advertisement
এই সপ্তাহেও দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’। সমুদ্র সৈকতে জগদ্ধাত্রী। অন্যদিকে ফুলকি-রোহিত এই সপ্তাহে তৃতীয় স্থানে। এখন রোহিতের মনে শালিনীর স্মৃতি, তারমধ্যেও জায়গা করে নিচ্ছে ফুলকি।
advertisement
এই সপ্তাহেও ‘নিম ফুলের মধু’ পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। পাশাপাশি এই সপ্তাহে সকলকে চমক দিয়ে সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’। পাশাপাশি সন্ধ্যাতারাও ধরে রাখল নিজের জায়গা।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী
তৃতীয়ফুলকি
চতুর্থরাঙা বউ
পঞ্চমনিম ফুলের মধু
ষষ্ঠবাংলা মিডিয়াম
সপ্তম হরগৌরী পাইস হোটেল
অষ্টমসন্ধ্যাতারা
নবমএক্কা দোক্কা, খেলনা বাড়ি 
দশমকার কাছে কই মনের কথা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: 'অনুরাগের ছোঁয়া'র ম্যাজিক অটুট! বড় চমক 'কার কাছে কই মনের কথা'র, বিনোদনের টানটান এক সপ্তাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement