Bengali serial TRP: জাদু হারাল 'মিঠাই', 'বাংলার সেরা' এখন পঞ্চমে, কোন ৪টি মেগা টপকালো মোদক পরিবারকে?

Last Updated:

Bengali serial TRP: 'মিঠাই'-এর সঙ্গে সমানে সমানে এসে জোর টক্কর দিচ্ছেন অপরাজিতা আঢ্য় থুড়ি লক্ষ্মী কাকিমা।

#কলকাতা: ১ থেকে ধীরে ২, ৩... এ বারে একেবারে ৫-এ নেমে এল মিঠাই 'ধারাবাহিক'। প্রতি সপ্তহে নিজের পুরনো জায়গা হারাচ্ছে মোদক পরিবার। গত সপ্তাহের থেকে খুব বেশি হেরফের নেই TRP তালিকায়। 'মিঠাই'-কে টপকে গেল চারটি ধারাবাহিক, 'ধুলোকণা', 'গাঁটছড়া', 'আলতা ফড়িং', 'গৌরী এল'। 'মিঠাই'-এর সঙ্গে সমানে সমানে এসে জোর টক্কর দিচ্ছেন অপরাজিতা আঢ্য় থুড়ি লক্ষ্মী কাকিমা।
লালন এবং ফুলঝুরির বিয়ের পর থেকেই মাতামাতি 'ধুলোকণা' নিয়ে। পর পর দুই সপ্তাহ ধরে বাংলার সেরা খেতাব কেড়ে নিয়েছে তারা। অন্য় দিকে কুণাল এবং বনির গল্পে নেশাগ্রস্ত দর্শক। তাই দ্বিতীয় স্থান দখল করেছে 'গাঁটছড়া'। তৃতীয় স্থানে 'আলতা ফড়িং', চতুর্থতে 'গৌরী এল'।
advertisement
advertisement
দেখে নেওয়া যাক, এ সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক আছে। রইল TRP তালিকা।
প্রথম স্থানধুলোকণা (৯.৩)
দ্বিতীয় স্থান গাঁটছড়া (৮.৩)
তৃতীয় স্থান আলতা ফড়িং (৮.০)
চতুর্থ স্থান গৌরী এল (৭.৭)
পঞ্চম স্থানমিঠাই (৭.৫), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৫)
ষষ্ঠ স্থান মন ফাগুন (৭.২)
সপ্তম স্থান উমা (৬.৩)
অষ্টম স্থানএই পথ যদি না শেষ হয়  (৬.০)
নবম স্থান অনুরাগের ছোঁয়া (৫.৯)
দশম স্থান খেলনা বাড়ি (৫.৭)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali serial TRP: জাদু হারাল 'মিঠাই', 'বাংলার সেরা' এখন পঞ্চমে, কোন ৪টি মেগা টপকালো মোদক পরিবারকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement