Bangla Serial TRP : 'গাঁটছড়া' নয়, 'মিঠাই'-এর সঙ্গে এই প্রথম পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক! বড় চমক TRP-তে

Last Updated:
Bangla Serial TRP : প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় থাকে বড় চমক।
1/7
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় থাকে বড় চমক। এই সপ্তাহেও বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় চমক দিল স্টার জলসার আলতা ফড়িং। শীর্ষস্থান রয়েছে সেই মিঠাইয়ের কাছেই। এই সপ্তাহে তার রেটিং পয়েন্ট ৭.৮।
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় থাকে বড় চমক। এই সপ্তাহেও বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় চমক দিল স্টার জলসার আলতা ফড়িং। শীর্ষস্থান রয়েছে সেই মিঠাইয়ের কাছেই। এই সপ্তাহে তার রেটিং পয়েন্ট ৭.৮।
advertisement
2/7
তবে চমকে দেওয়ার বিষয় হল, এই সপ্তাহে মিঠাই এর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছে আলতা ফড়িং। তারও রেটিং পয়েন্ট ৭.৮। তবে সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই এই সপ্তাহে একটু কমের দিকেই।
তবে চমকে দেওয়ার বিষয় হল, এই সপ্তাহে মিঠাই এর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছে আলতা ফড়িং। তারও রেটিং পয়েন্ট ৭.৮। তবে সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই এই সপ্তাহে একটু কমের দিকেই।
advertisement
3/7
এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার গৌরী এলো। এই দুটির রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৭.৭। আর তার পরেই অর্থাৎ তৃতীয় স্থান দখল করেছেন ধুলোকণা যার রেটিং পয়েন্ট ৭.৪।
এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার গৌরী এলো। এই দুটির রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৭.৭। আর তার পরেই অর্থাৎ তৃতীয় স্থান দখল করেছেন ধুলোকণা যার রেটিং পয়েন্ট ৭.৪।
advertisement
4/7
গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকার পরে এই সপ্তাহে চার নম্বরে জায়গা করে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এর রেটিং পয়েন্ট ৬.৭। আর এবার পাঁচ নম্বরে উঠে এসেছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৬.৬।
গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকার পরে এই সপ্তাহে চার নম্বরে জায়গা করে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এর রেটিং পয়েন্ট ৬.৭। আর এবার পাঁচ নম্বরে উঠে এসেছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৬.৬।
advertisement
5/7
ছয় নম্বরে রয়েছে জি বাংলার উমা। এর রেটিং পয়েন্ট ৬.৫। আর তার পরেই অর্থাৎ সাত নম্বরে রয়েছে আমাদের এই পথ যদি না শেষ হয় যার রেটিং পয়েন্ট ৫.৭। সাত নম্বরে রয়েছে আরও একটি ধারাবাহিক- অনুরাগের ছোঁয়া।
ছয় নম্বরে রয়েছে জি বাংলার উমা। এর রেটিং পয়েন্ট ৬.৫। আর তার পরেই অর্থাৎ সাত নম্বরে রয়েছে আমাদের এই পথ যদি না শেষ হয় যার রেটিং পয়েন্ট ৫.৭। সাত নম্বরে রয়েছে আরও একটি ধারাবাহিক- অনুরাগের ছোঁয়া।
advertisement
6/7
আট নম্বরে রয়েছে খেলনা বাড়ি। এর রেটিং পয়েন্ট ৫.৫। নয় নম্বরে উঠে এসেছে আয় তবে সহচরী। এর রেটিং পয়েন্ট ৫.২।
আট নম্বরে রয়েছে খেলনা বাড়ি। এর রেটিং পয়েন্ট ৫.৫। নয় নম্বরে উঠে এসেছে আয় তবে সহচরী। এর রেটিং পয়েন্ট ৫.২।
advertisement
7/7
দশ নম্বরে জায়গা করে নিয়েছে রাহুল রুকমার লালকুঠি। এই  ধারাবাহিকে এখন বিয়ের মরশুম। এর রেটিং পয়েন্ট ৪.৮।
দশ নম্বরে জায়গা করে নিয়েছে রাহুল রুকমার লালকুঠি। এই ধারাবাহিকে এখন বিয়ের মরশুম। এর রেটিং পয়েন্ট ৪.৮।
advertisement
advertisement
advertisement