Bengali Serial TRP list: এক লাফে অনেকটা নীচে 'মিঠাই'! এই সপ্তাহে তাদের আসন কেড়ে নিল কে? বড় চমক TRP-তে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bengali Serial TRP: গত সপ্তাহে 'মিঠাই'-এর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছিল 'আলতা ফড়িং'। এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক। চতুর্থ স্থানে নেমে এসেছে।
#কলকাতা: সিডি বয় ফিরে আসার পরেও 'মিঠাই' থেকে মন উঠে গেল দর্শকের? এ সপ্তাহে টিআরপি তালিকার অনেকটা নীচে 'মিঠাই'। নম্বরের দিক থেকে কোনও পরিবর্তন নেই। দু'সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮। চমকে দিল স্টার জলসার 'ধুলোকণা'। লালন এবং ফুলঝুরির বিয়ে নিয়ে যে দর্শকদের মধ্যে মাতামাতি শুরু হয়েছে, তার প্রমাণ এ সপ্তাহের টিআরপি তালিকা। একেবারে ৮.০ পেয়ে শীর্ষস্থান দখল করল এই ধারাবাহিক। গত সপ্তাহে ৭.৪ নম্বর পেয়ে তিন নম্বর স্থানে ছিল। এ বারে উলট পুরাণ। 'মিঠাই' ছিল প্রথমে। এল তৃতীয়তে। 'ধুলোকণা' ছিল তিনে, এল প্রথমে।
আগের সপ্তাহের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘গাঁটছড়া’। যার নম্বর, ৭.৮। গত সপ্তাহে যদিও একইসঙ্গে দ্বিতীয় স্থানে ছিল 'গৌরী এল'। নম্বর ছিল ৭.৭। কিন্তু এ সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিক একেবারে পঞ্চম স্থানে নেমে এসেছে। নম্বর কমে ৭.৬।
advertisement
advertisement
গত সপ্তাহে 'মিঠাই'-এর সঙ্গে শীর্ষ স্থান ভাগ করে নিয়েছিল 'আলতা ফড়িং'। এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক। চতুর্থ স্থানে নেমে এসেছে।
এ ছাড়া এই সপ্তাহে র রেটিং চার্টে প্রথম দশে আছে কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক ঝলকে-----
advertisement
প্রথম স্থান | ধুলোকণা (৮.০) |
দ্বিতীয় স্থান | গাঁটছড়া (৭.৯) |
তৃতীয় স্থান | মিঠাই (৭.৮) |
চতুর্থ স্থান | আলতা ফড়িং (৭.৭) |
পঞ্চম স্থান | গৌরী এল (৭.৬) |
ষষ্ঠ স্থান | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩) |
সপ্তম স্থান | মন ফাগুন (৭.০) |
অষ্টম স্থান | অনুরাগের ছোঁয়া (৬.৫) এবং উমা (৬.৫) |
নবম স্থান | এই পথ যদি না শেষ হয় (৬.৩) |
দশম স্থান | আয় তবে সহচরী (৫.৭) এবং খেলনা বাড়ি (৫.৭) |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 2:26 PM IST