বৃন্দাবন বিলাসিনি সিরিয়ালে নতুন চমক, হাজির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিপান্বিতা রক্ষিত!

Last Updated:

হাজির থাকবেন এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিপান্বিতা রক্ষিত। নাচ-গানে ভরপুর হয়ে উঠবে বিয়ের আসর।

News18
News18
কলকাতা: বাংলা সিরিয়াল বিলাসিনী ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। ধারাবাহিকের হিরো কৃষ-এর বিয়ে বলে কথা! হাজির থাকবেন এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিপান্বিতা রক্ষিত। নাচ-গানে ভরপুর হয়ে উঠবে বিয়ের আসর। দিপান্বিতার কথায়, ‘বৃন্দাবন বিলাসিনী পরিবারে এই প্রথম এলাম। দারুন হৈ হৈ করে শুটিং করেছি। পুরনো অনেক লোকজনের সঙ্গে দেখা হল। খুব মজা করে শুটিং করেছি আমরা।”
বিনুকে আশ্রমে পাঠানোর পর, মোহিনী মা কৃষ্ণের বিবাহ রুক্মিণীর সঙ্গে ঠিক করেন। পুরো বাড়ি উত্তেজনায় ভরা, এমন সময় কৃষ্ণের ঠাকুমা হরিপ্রিয়া এবং কাকা গৌরাঙ্গ একটি শর্তে বিনুকে বাড়িতে ফিরিয়ে আনেন। বিনুকে সেখানে একজন পরিচারিকার মতো থাকতে হবে। কৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহে বিনু সমস্ত গৃহস্থালির কাজ করলেও, তার হৃদয় কৃষ্ণের জন্য ব্যথিত হয়। অন্যদিকে, কৃষ্ণ উপলব্ধি করেন যে, মায়ের চাপে তিনি বিবাহে রাজি হলেও, তিনি বিনুকে ভুলতে পারবেন না। কৃষ্ণ এবং বিনু বারবার মুখোমুখি হন, তবুও কেউ তাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে পারে না। সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ – সমস্ত প্রাক-বিবাহ অনুষ্ঠানে কৃষ্ণ এবং বিনু ভাগ্যের কারণে একে অপরের মুখোমুখি হন।
advertisement
advertisement
অন্যদিকে, রুক্মিণী তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কৃষ্ণের হৃদয় জয় করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত, বিবাহ মণ্ডপে, সিঁদুর-দানের মুহূর্তটি যখন কাছে আসে, বিনু মা কালী এবং লর্ড কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যেন কৃষ্ণ এবং তার সুখের সর্বদা রক্ষা করেন। একটি অলৌকিক ঘটনার মাধ্যমে, সিঁদুর-দানের সময়, বিনু যখন চিরতরে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, কৃষ্ণের বাবা এসে হাজির হন। মোহিনীর সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন যে তিনি কৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে বিবাহ দেবেন না।
advertisement
তিনি ইতিমধ্যেই মোহিনীর বিশ্বাসঘাতকতার কারণে তার নিজের জীবন ধ্বংস হতে দেখেছেন, তাই তিনি তার ছেলের জীবন কোনোভাবেই ধ্বংস হতে দেবেন না। তাছাড়া, কৃষ্ণ এবং বিনুর বিবাহ বিচ্ছেদের কাগজপত্র কোথাও পাওয়া যায় না। তাই আইনগতভাবে, বিনু এখনও কৃষ্ণের স্ত্রী, এবং তাই রুক্মিণী তাকে বিবাহ করতে পারবে না। কী হবে এরপর? তারই চমক থাকবে আগামিদিনে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বৃন্দাবন বিলাসিনি সিরিয়ালে নতুন চমক, হাজির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিপান্বিতা রক্ষিত!
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement