Kanika Kapoor: স্টেজে গান গাইছিলেন কণিকা কাপুর, হঠাৎ অচেনা এক ব্যক্তি এসে জড়িয়ে ধরে গায়িকাকে! ভয়ঙ্কর পরিস্থিতি

Last Updated:

মেঘালয়ের মেগং উৎসবে কণিকা কাপুর লাইভ পারফর্ম করছিলেন। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মঞ্চে এসে উপস্থিত হন। কেউ কিছু বুঝতে পারার আগেই, সেই ব্যক্তি কনিকার কাছে পৌঁছে যান।

News18
News18
শিলং: গত কয়েক মাস ধরে, লাইভ ইভেন্টের সময় দর্শকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ পেয়েছে। অযাচিত মন্তব্য, বোতল ছোঁড়া ইত্যাদির ঘটনা ঘটেছে। এবার একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ পেয়েছে যখন বলিউডের বিখ্যাত গায়িকা কণিকা কাপুর একটি অনুষ্ঠানের সময় মঞ্চে পারফর্ম করছিলেন, তখন একজন অপরিচিত ব্যক্তি তাঁর মঞ্চে এসে তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন।
কণিকা কাপুরের এই ঘটনাটি মেঘালয়ের মেগং উৎসবে ঘটেছিল এবং এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কণিকা সাহসের সঙ্গে এই অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন এবং তাঁর গান চালিয়ে যান।
advertisement
advertisement
মেঘালয়ের মেগং উৎসবে কণিকা কাপুর লাইভ পারফর্ম করছিলেন। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মঞ্চে এসে উপস্থিত হন। কেউ কিছু বুঝতে পারার আগেই, সেই ব্যক্তি কনিকার কাছে পৌঁছে যান। মঞ্চে এসে সরাসরি কণিকার পা ধরেন। তিনি অন্যান্য জায়গায়ও তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন।
এই মর্মান্তিক ঘটনাটি দর্শকদের হতবাক করে দিয়েছে। তবে, কণিকা তাঁর গান থামাননি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এই ধরণের লোকদের শাস্তি দেওয়া উচিত,” কিছু নেটিজেন তাদের মতামত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মনে করেন যে এটি একটি প্রচারণার স্টান্ট। ম্যাডামের কোনও পরোয়া নেই কারণ এটি একটি পূর্বপরিকল্পিত কাজ ছিল, কেউ কেউ বলেছেন।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kanika4Kapoor (@kanika_kapoor_fc)

advertisement
কণিকা কাপুর কে?
কণিকা কাপুর বলিউডের একজন শীর্ষস্থানীয় গায়িকা।তাঁর জন্ম এবং শৈশব কেটেছে লখনউতে। ২০১২ সালে, তিনি গায়িকা হওয়ার জন্য মুম্বই আসেন। তাঁর প্রথম গান ‘জুগনি জি’ (২০১২) হিট হয়েছিল। ‘রাগিনী এমএমএস ২’-এর ‘বেবি ডল’ গানটি তাঁকে অসাধারণ জনপ্রিয় করে তোলে। এরপর তার গানগুলি সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
‘চিত্তিয়াঁ কালাইয়ান’ (রয়), ‘লাভলি’ (হ্যাপি নিউ ইয়ার), ‘কমলি’, ‘দেশি লুক’, ‘নাচান ফারাতে’ এবং ‘বিট পে বুটি’-এর মতো তার অনেক গান হিট হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanika Kapoor: স্টেজে গান গাইছিলেন কণিকা কাপুর, হঠাৎ অচেনা এক ব্যক্তি এসে জড়িয়ে ধরে গায়িকাকে! ভয়ঙ্কর পরিস্থিতি
Next Article
advertisement
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
  • শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী

  • তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়।

  • এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট।

VIEW MORE
advertisement
advertisement