কলকাতা: ড্রয়িং রুম ড্রামা বা বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তাকেও টেক্কা দেয় নন ফিকশন রিয়েলিটি শোগুলো। প্রতি সপ্তাহে এদের লড়াইয়েও কম রোমাঞ্চ নেই। যদিও সংখ্যায় নন ফিকশনের থেকে ফিকশন অনেক কম। কিন্তু সপ্তাহান্ত মানেই সমস্ত মেগা ছেড়ে গান বা নাচ, বা খেলাধুলোয় মেতে ওঠা। বাঙালিদের কাছে বহু দশক ধরে মর্যাদা পেয়ে আসছে রিয়ালিটি শো। এই সপ্তাহের লড়াইয়ে কে হল সেরা?
‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজন নানা ভাবে ছক ভেঙেছে রিয়ালিটি শো-এর মঞ্চে। প্রথমবার রূপান্তরকামী অন্বেষার প্রতিভার কদর করেছে স্টার জলসার এই প্রতিযোগিতা। কিন্তু তার পরেও সেরার স্থান দখল করতে পারল না চ্যানেলের একমাত্র রিয়ালিটি শো। এই সপ্তাহের টিআরপি-র লড়াইয়ে মাত্র ৩.৮ নম্বর নিয়ে এল ‘সুপার সিঙ্গার সিজন ৪’। গত সপ্তাহেও একই নম্বর পেয়েছিল। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ যদিও বাড়ি বাড়ি এই শো-এর গানের আওয়াজই ভেসে আসে। দেখা যাক, পরের সপ্তাহে রূপম ইসলাম, মোনালি ঠাকুর, শান, তিন বিচারকের বিচার এবং যিশু সেনগুপ্তের সঞ্চালনা কত নম্বর পায়।
এদিকে জোর টক্কর দিয়েও সেরার স্থান দখল করতে পারল না ‘সারেগামাপা’। যদিও ‘সুপার সিঙ্গার’-কে হারিয়েছে অনেক নম্বরের ব্যবধানে। ৫.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই রিয়ালিটি শো। জি বাংলার এই শো-এর গ্র্যান্ড ফিনালে আগামী ৫ তারিখ। এমনিতে শনি ও রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ এই শো সম্প্রচারিত হলেও ফাইনাল হবে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায়। গত বছর শুরু হয়েছিল সারেগামাপা ২০২২। এই রিয়েলিটি শোতে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য বিচারকের আসনে ছিলেন। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবির চট্টোপাধ্যায়। এই পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সুপার সিঙ্গারে উকুলেলে নিয়ে মন মাতানো গান আতরের, মুগ্ধ রূপম পেলেন পারিবারিক মিল!
তবে রচনা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়া কি অতই সহজ? কেবল রবিবার করে সম্প্রচারিত হয় এই নন ফিকশন। খেলা, গল্প, গানে মেতে ওঠে প্রতিটি বাঙালি বাড়ি। রাত সাড়ে ৮টা ছাড়াও এই শো দেখা যায় বিকেল ৫টা নাগাদও। আর এই সপ্তাহে নম্বর কমে যাওয়ার পরেও ৬.২ নিয়ে সেরার শিরোপা দখল ‘দিদি নম্বর ওয়ান’-এর।
আরও পড়ুন: মা-বাবা ভাবত নেচে রোজগার করি, রূপান্তরকামী লোকগানে মঞ্চ মাতাচ্ছেন সুপার সিঙ্গারে
এছাড়াও জি বাংলায় শুরু হয়েছে ‘ঘরে ঘরে জি বাংলা’। কিন্তু তার নম্বরের অবস্থা বেশ শোচনীয়। মাত্র ১.১ নিয়ে তালিকার শেষে লড়াই চালাচ্ছে।
এরই মাঝে আসতে চলেছে ‘ডান্স বাংলা ডান্স’। ১২ নম্বর সিজনেও ধমাকা থাকবে বলেই মনে করা হচ্ছে। মহাগুরুর আসন জমিয়ে রাখবেন মিঠুন চক্রবর্তী। বিচারকের আসনে বসবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো টলি নায়িকারা। অন্য দিকে সঞ্চালক হিসেবে দেখে দেবেন টলি নায়ক অঙ্কুশ হাজরা। সম্প্রচার শুরু হলে এই টক্কর যে আরও জমে উঠবে, তা তো বলাই বাহুল্য। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় জি বাংলায় দেখা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।