Shubman Gill : শুভমান গিলকে বাদ দেওয়ার 'প্ল্যান' কার? শুনে মাথায় হাত দেবেন, টিম ইন্ডিয়া 'রাজনীতি' বাঁচিয়ে দিল সূর্যকুমারকে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Subhman Gill : লখনউ ম্যাচের আগেই গোড়ালিতে চোট পান শুভমান গিল। লখনউ ম্যাচ কুয়াশার জন্য বাতিল হয়। ওদিকে, আহমেদাবাদ ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি গিলকে।
advertisement
ফর্মের জন্য শুভমান গিলকে বাদ দেওয়া হয়নি। এমনটা বলেই পরিস্থিতি সামাল দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তবে বোর্ড সূত্র মারফত জানা যাচ্ছে, আসল ব্যাপার অন্য। শুভমানকে যে বাদ দেওয়া হবে তা ঠিক হয়েছিল আগেই। আর সেই সিদ্ধান্তে পরোক্ষভাবে সায় ছিল কোচ গম্ভীরের, এমনকী সূর্যও এই ইস্যুতে গিলের পাশে দাঁড়াননি।
advertisement
লখনউ ম্যাচের আগেই গোড়ালিতে চোট পান শুভমান গিল। লখনউ ম্যাচ কুয়াশার জন্য বাতিল হয়। ওদিকে, আহমেদাবাদ ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি গিলকে। শুভমানের চোট অবশ্য সেরে উঠেছিল। তবে বোর্ড জানায়, গিলকে নিয়ে তারা কোনও ঝুঁকি নিতে চায়নি। অর্থাৎ আহমেদাবাদ ও লখনউ, দুবারই সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
advertisement
BCCI-র প্রধান সিলেক্টর অজিত আগরকর টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর জন্য শনিবার ভারতীয় টিমের ঘোষণা করেছেন। টিমের ঘোষণার সঙ্গে উনি নতুন সহ অধিনায়ক নিয়েও জানিয়েছেন। টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য ১৫ জনের টিম বাছা হয়েছে। টিমের দায়িত্ব সুর্যকুমার যাদবের হাতে। আর সহ অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ভারতীয় স্কোয়াডে ২০২৩-এর পর ঈশান কিষাণ ফিরেছেন। ম্যাচ ফিনিশার রিঙ্কু সিংও টিমে ফিরেছেন, কিন্তু শুভমন গিল আর জিতেশ শর্মাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়ালকে সিলেক্টররা আবারও ইগনোর করেছেন। আগরকর নিজের প্রেস কনফারেন্সে গিল আর জিতেশকে না নেওয়া নিয়ে কথা বলেছেন।





